Ajker Patrika

পবিপ্রবির শিক্ষক জিল্লুর রহমান মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি
ড. মো. জিল্লুর রহমান । ছবি: সংগৃহীত
ড. মো. জিল্লুর রহমান । ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ৫টার দিকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডেরও সদস্য ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এক শোকবার্তায় অধ্যাপক জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান আমাদের শিক্ষার্থীদের শুধু শিক্ষাই দেননি, তিনি শিখিয়েছেন কীভাবে মানুষ হতে হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বালুকণার সঙ্গে জড়িয়ে আছে তাঁর চিন্তা, শ্রম ও স্বপ্ন। শিক্ষকতা থেকে প্রশাসন, সাহিত্য থেকে সমাজচিন্তা, প্রতিটি ক্ষেত্রে তিনি গৌরবময় পদচিহ্ন রেখে গেছেন। তাঁর হাসিমাখা মুখ, মমতাভরা দৃষ্টি, জ্ঞানগর্ভ বক্তৃতা ও মানবিক আচরণ আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

জানা গেছে, অধ্যাপক জিল্লুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভায়না গ্রামে। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত