পটুয়াখালী প্রতিনিধি
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।
তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।
তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম
৭ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীর খানুরবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন।
১৪ মিনিট আগেফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভাঙ্গা উপজেলার ফরিদপুর-ভাঙ্গা ও বরিশাল-ভাঙ্গা মহাসড়ক এবং এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে রেখেছে গ্রামবাসী। সড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা।
৩৩ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে