মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যান। ভারত সরকার শেখ হাসিনাকে দিল্লিতে বাড়ি-গাড়ি, টেলিফোন সংযোগসহ আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আলতাফ চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকারপ্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়, শেখ হাসিনাই তার প্রমাণ। শেখ হাসিনা দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বিএনপির অসংখ্য নেতা–কর্মীকে গুম ও খুন করেছে। মামলা-হামলা দিয়ে তাঁদের বাড়িছাড়া করেছে। জমিজমা দখল করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে তাদের প্রতিহত করেছে। শুধু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি, মন্ত্রিপরিষদের সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তারা এখন বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।’ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, সহসভাপতি আইয়ুব আলী খান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্যসচিব গাজী আতাউর রহমান।
মাধবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আকন, জেলা যুবদলের সহসম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর, মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর জোমাদ্দার ও ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন প্রমুখ।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যান। ভারত সরকার শেখ হাসিনাকে দিল্লিতে বাড়ি-গাড়ি, টেলিফোন সংযোগসহ আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
আলতাফ চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকারপ্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়, শেখ হাসিনাই তার প্রমাণ। শেখ হাসিনা দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বিএনপির অসংখ্য নেতা–কর্মীকে গুম ও খুন করেছে। মামলা-হামলা দিয়ে তাঁদের বাড়িছাড়া করেছে। জমিজমা দখল করে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে তাদের প্রতিহত করেছে। শুধু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি, মন্ত্রিপরিষদের সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তারা এখন বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।’ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, সহসভাপতি আইয়ুব আলী খান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্যসচিব গাজী আতাউর রহমান।
মাধবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আকন, জেলা যুবদলের সহসম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর, মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর জোমাদ্দার ও ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন প্রমুখ।
বরিশাল জিলা স্কুলের নতুন প্রধান শিক্ষক হলেন মুহাম্মদ নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখার সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। নিহত শিশুরা সবাই চাচাতো-ফুফাতো ভাই-বোন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডারমোড় এলাকা থেকে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ রঞ্জু আহমেদ (৪০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১২। আটক রঞ্জু সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামাণিকের ছেলে।
২৮ মিনিট আগেচাঁদপুর জেলা প্রশাসন, পৌর প্রশাসক, পুলিশ প্রশাসনসহ অংশীজনদের নিয়ে শহরের যানবাহন চলাচলে আটটি নিয়ম বেঁধে দেওয়া হয়। কিন্তু এ নিয়ম মানতে নারাজ অটোরিকশা, অটোবাইকসহ অন্যান্য যানবাহনের চালকেরা। তাঁরা শহরের প্রবেশমুখে যানবাহন বন্ধ করে বিক্ষোভ করেন। যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ যানজটের কারণে সকাল ১০টা
১ ঘণ্টা আগে