প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর দৃষ্টিনন্দন সেতু নির্মাণে সাশ্রয় হতে যাচ্ছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। চলতি বছরের অক্টোবর মাসেই কাজ শেষ হবে। এরই মধ্যে মূল সেতু দুই পাড়ে সংযুক্ত হয়েছে। এখন চলছে নদীশাসনসহ আনুষঙ্গিক কার্যক্রম। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’ এই সেতু নির্মাণ করছে। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতু কেব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝখানে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে।
কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে মূল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১৭০ কোটি টাকা।
পায়রা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘মূল সেতুর জন্য ১ হাজার ১৭০ কোটি টাকার চুক্তি রয়েছে। ব্যয় এখনো সম্পূর্ণ হিসাব করা হয়নি। আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ হিসাব করা হবে। কাজের ধরনে আমাদের এত টাকার প্রয়োজন হবে না। আমার ধারণা, ২৫ থেকে ৩০ কোটি টাকা সাশ্রয় হবে।’
নির্মাণাধীন সেতুর কাজের জন্য ফেরিঘাট এলাকায় ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘বরিশাল প্রান্তে কোনো ধরনের ভোগান্তি নেই। পটুয়াখালী অংশে কিছু ভোগান্তি রয়েছে। সেতুর ডেভেনশনগুলো নিচু, আর কাজ যেহেতু চলমান, সে ক্ষেত্রে ফেরিঘাটে একটু ভোগান্তি থাকবে। সাধারণের ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখিত। দুই মাস পর সব ভোগান্তি দূর হবে। যানবাহন চলাচল সচল রাখতে সেতুর দুই পাড়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। ঠিকাদারকে সে ধরনের নির্দেশনা সব সময় প্রদান করা হচ্ছে। আমরা প্রতিদিন প্রকল্প এলাকা পরিদর্শন করি, যাতে কোনো স্থানে মানুষের ভোগান্তি পোহাতে না হয়।’
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুতে যানবাহন চলাচল সম্পর্কে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্মুক্ত করা হবে।’
পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর দৃষ্টিনন্দন সেতু নির্মাণে সাশ্রয় হতে যাচ্ছে ২৫ থেকে ৩০ কোটি টাকা। চলতি বছরের অক্টোবর মাসেই কাজ শেষ হবে। এরই মধ্যে মূল সেতু দুই পাড়ে সংযুক্ত হয়েছে। এখন চলছে নদীশাসনসহ আনুষঙ্গিক কার্যক্রম। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে।
বরিশাল-পটুয়াখালী সড়কের পায়রা নদীর ওপর ২০১৬ সালে লেবুখালী-পায়রা সেতুর নির্মাণকাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’ এই সেতু নির্মাণ করছে। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের এই সেতু কেব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত করা হয়েছে। ফলে নদীর মাঝখানে একটি মাত্র পিলার ব্যবহার করা হয়েছে।
কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে মূল সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১৭০ কোটি টাকা।
পায়রা সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, ‘মূল সেতুর জন্য ১ হাজার ১৭০ কোটি টাকার চুক্তি রয়েছে। ব্যয় এখনো সম্পূর্ণ হিসাব করা হয়নি। আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ হিসাব করা হবে। কাজের ধরনে আমাদের এত টাকার প্রয়োজন হবে না। আমার ধারণা, ২৫ থেকে ৩০ কোটি টাকা সাশ্রয় হবে।’
নির্মাণাধীন সেতুর কাজের জন্য ফেরিঘাট এলাকায় ভোগান্তির বিষয়ে তিনি বলেন, ‘বরিশাল প্রান্তে কোনো ধরনের ভোগান্তি নেই। পটুয়াখালী অংশে কিছু ভোগান্তি রয়েছে। সেতুর ডেভেনশনগুলো নিচু, আর কাজ যেহেতু চলমান, সে ক্ষেত্রে ফেরিঘাটে একটু ভোগান্তি থাকবে। সাধারণের ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখিত। দুই মাস পর সব ভোগান্তি দূর হবে। যানবাহন চলাচল সচল রাখতে সেতুর দুই পাড়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। ঠিকাদারকে সে ধরনের নির্দেশনা সব সময় প্রদান করা হচ্ছে। আমরা প্রতিদিন প্রকল্প এলাকা পরিদর্শন করি, যাতে কোনো স্থানে মানুষের ভোগান্তি পোহাতে না হয়।’
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পায়রা সেতুতে যানবাহন চলাচল সম্পর্কে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ হলে নির্দিষ্ট সময়ের মধ্যে উন্মুক্ত করা হবে।’
বগুড়ার শেরপুরে এক চিকিৎসকের চেম্বারে প্রবেশ করে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে অপর এক চিকিৎসকসহ কয়েকজনের বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) বেলা ১টার দিকে পৌরসভার ধুনট মোড় এলাকায় ন্যাশনাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
১ ঘণ্টা আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
১ ঘণ্টা আগে