কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।
সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
মেগা প্রকল্প পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র শিগগিরই পরীক্ষামূলক উৎপাদনে আসছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে।
সব মিলিয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এ কেন্দ্র থেকে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি এটি।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, সঞ্চালন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণকাজ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে। বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান জানান, উৎপাদন চালু রাখার জন্য ১ লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে ১ লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে; যার ফলে পরিবেশের ওপর এ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি চালু হলে তা দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াটে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে পুড়ে যাওয়া আমদানি কার্গো ভিলেজটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে এখনো কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন ওই ভবনটির সামনে এমন দৃশ্য দেখা যায়।
২০ মিনিট আগেচট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড়ে অবস্থিত বন্ধ থাকা একটি বেসরকারি হাসপাতালে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার মাস ধরে হাসপাতালটির কার্যক্রম বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ‘সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে
২৮ মিনিট আগেআলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশে বসেই পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করে আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করতে তাঁরা। এমনকি দেশে অন্যদের এই কাজে যুক্ত হওয়ার প্রলোভন দেখাতেন।
৩৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূ লিলি আক্তারের (৩০) বিরুদ্ধে। গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী
১ ঘণ্টা আগে