পটুয়াখালী প্রতিনিধি
দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।
জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’
দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের সঙ্গে বিয়ের আগামীকাল বৃহস্পতিবার পিঁড়িতে বসতে যাচ্ছেন ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশে ফিরে আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ তথ্য জানান তাঁরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন হোসেন।
অ্যাডভোকেট আল-আমিন জানান, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে আজ দুপুরে আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের অ্যাফিডেভিট সম্পন্ন হয়।
জানা গেছে, ইমরান জেলার বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এ ছাড়া নিকি উল ফিয়া ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি। আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) ইমরানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে।
এ বিষয়ে ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিকির সঙ্গে আমার ২০১৭ সাল থেকে প্রেমের সম্পর্ক। ওই সময়ে আমাদের বয়স না হওয়ায় বিয়ে করতে না পারলেও আজ আমরা আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। আগামীকাল আমাদের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়ার দরখাস্ত রইল।’
ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘আমার বাবা-মায়ের সম্মতিতে এই বিয়ে হচ্ছে এবং তাঁরাই বিয়ের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। আজকে আমি অনেক খুশি, বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সারা জীবন বাংলাদেশ থেকে যাব।’
ইমরানের মা মোসা. বীথি আক্তার বলেন, ‘নিকি এর আগে যখন এসেছিল তখন আমার ছেলে এবং নিকির বিয়ের বয়স হয়নি। যেহেতু সে অন্য একটি দেশের মেয়ে দুইবার আমাদের কাছে বিয়ের জন্য এসেছে আমার কাছে বিষয়টি ভালো লেগেছে। নিকির পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের সম্মতিতে আমরা ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আয়োজন করেছি।’
সাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
২ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের কিশোরীকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় কিশোরীর চিৎকারের আওয়াজ যাতে কেউ শুনতে না পায়, সে জন্য জোরে সাউন্ডবক্সে গান বাজানো হয়।
১০ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের হিজলতলা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
১৯ মিনিট আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২৮ মিনিট আগে