Ajker Patrika

গভীর স্থল নিম্নচাপের কারণে উপকূলে বৃষ্টিপাত, সাগর উত্তাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৯
গভীর স্থল নিম্নচাপের কারণে উপকূলে বৃষ্টিপাত, সাগর উত্তাল

পটুয়াখালীর কলাপাড়ায় তিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে এলাকার নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমনখেত। 

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পায়রাসহ দেশের সকল বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে বঙ্গোপসাগরে গভীর স্থল নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও বেড়েছে। 

কলাপাড়া পৌর শহরের ষাটোর্ধ্ব অটোরিকশাচালক মজিবুর রহমান বলেন, ‘লাগাতার বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কম। তাই খেপ কম। ভাড়া পরিশোধ করে চাল-ডাল কিনতে সমস্যা হচ্ছে।’ 

গভীর স্থল নিম্নচাপের কারণে সাগর উত্তাল। ছবি: আজকের পত্রিকামহিপুর মৎস্য আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম আজকের পত্রিকাকে বলেন, অধিকাংশ জেলে ইতিমধ্যে মহিপুর-আলীপুর শিববাড়িয়া নদীতে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত