দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। সোমবার দুপুরে জেলার দুমকি উপজেলার কালুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনের ওই আয়রন ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ব্রিজটি খালে ভেঙে পড়ার সময় সেতুতে কোনো পথচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে এম ভি মাসুদ নামের একটি বালুবাহী ট্রলার মৌকরণ যাওয়ার পথে আয়রন ব্রীজটিকে ধাক্কা দেয়। এতে সেতুর তিন ভাগের দুই ভাগ ভেঙে খালে পড়ে যায়। এতে খালের দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর লেবুখালী খালের ওপরে ৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের আয়রন ব্রিজটি নির্মাণ করে। বিগত কয়েক বছর ধরে ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। তবুও ঝুঁকি নিয়ে দুই পাড়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল।
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, ‘সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহু দুর ঘুরে বিদ্যালয়ে আসতে হবে। যাতে দ্রুত একটি দৃষ্টিনন্দন সেতুর ব্যবস্থা হয় এই কামনা করি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।’
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ার সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক প্রাক্কলন তৈরি করে দ্রুত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।’
পটুয়াখালীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় একটি আয়রন ব্রিজ ভেঙে পড়েছে। সোমবার দুপুরে জেলার দুমকি উপজেলার কালুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনের ওই আয়রন ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ব্রিজটি খালে ভেঙে পড়ার সময় সেতুতে কোনো পথচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে এম ভি মাসুদ নামের একটি বালুবাহী ট্রলার মৌকরণ যাওয়ার পথে আয়রন ব্রীজটিকে ধাক্কা দেয়। এতে সেতুর তিন ভাগের দুই ভাগ ভেঙে খালে পড়ে যায়। এতে খালের দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর লেবুখালী খালের ওপরে ৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের আয়রন ব্রিজটি নির্মাণ করে। বিগত কয়েক বছর ধরে ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। তবুও ঝুঁকি নিয়ে দুই পাড়ের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ চলাচল করছিল।
লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, ‘সেতু ভেঙে পড়ায় শিক্ষার্থীদের বহু দুর ঘুরে বিদ্যালয়ে আসতে হবে। যাতে দ্রুত একটি দৃষ্টিনন্দন সেতুর ব্যবস্থা হয় এই কামনা করি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট।’
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, ‘ব্রিজটি ভেঙে পড়ার সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’
উপজেলা প্রকৌশলী এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক প্রাক্কলন তৈরি করে দ্রুত বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৬ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৯ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩২ মিনিট আগে