Ajker Patrika

সাংবাদিক অপুকে অপহরণচেষ্টার প্রতিবাদে সমাবেশ 

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৬: ৪৪
সাংবাদিক অপুকে অপহরণচেষ্টার প্রতিবাদে সমাবেশ 

বরিশালের সাংবাদিক সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার অপূর্ব অপুকে অপহরণচেষ্টার প্রতিবাদে এবং বাকি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে পটুয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার সব সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাবেশে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। 

বৈশাখী টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক চ্যানেল আইয়ের রিপোর্টার এনায়েতুর রহমান, আজকের পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি মীর মো. মহিব্বুল্লাহ, জেলা প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন জুয়েল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মামুন, রিপোর্টার্স ইউনিটর যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল ২৪-এর পটুয়াখালী প্রতিনিধি এম কে রানা, জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বাদল হোসেন, সাংবাদিক মেহেদী হাসান। এ ছাড়া প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিহঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম। 

প্রতিবাদ সমাবেশ বক্তারা সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার অপূর্ব অপুকে অপহরণচেষ্টাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত