পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।
আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
পঞ্চগড় সদর সীমান্ত দিয়ে এবার ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১৩ শিশু, ৬ নারী ও ২ পুরুষ রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্তের ৭৫৭ নম্বর মেইন পিলারের ১০ নম্বর সাবপিলার এলাকা দিয়ে এই পুশইন ঘটে। তখন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের টহল দল সীমান্ত এলাকা থেকে পুশইন হওয়া ব্যক্তিদের আটক করে।
আটক ব্যক্তিরা জানায়, ভারতের বিভিন্ন রাজ্য থেকে দেশটির পুলিশ তাদের আটক করে ২১ মে উড়োজাহাজে করে পশ্চিমবঙ্গের কলকাতা নিয়ে যায়। পরে ২২ মে রাতে বাসযোগে তাদের নিয়ে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। এরপর সেখান থেকে বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘জয়ধরভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে নারী-শিশুসহ ২১ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেছি এবং কোম্পানি ও ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফকে জিজ্ঞেস করা হয়েছে কেন নিয়ম লঙ্ঘন করে এভাবে পুশ ইন করা হলো। যথাযথ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ না করে এ ধরনের কাজ অগ্রহণযোগ্য।’
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’
এর আগে ১৬ মে রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
রাকসু নির্বাচনের চারটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি ও এজিএস প্রার্থীরা। আর জিএস পদে এগিয়ে আছেন আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
৯ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিই জ্বলছে। ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুনের তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাছে যেতে পারছেন না। দূর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তাঁরা।
১১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের বেগম রোকেয়া হলেও ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবিরের চেয়ে তিন গুণ বেশি ভোট পেয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
২১ মিনিট আগেতিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৪১ মিনিট আগে