শিপুল ইসলাম ও আল মামুন জীবন, পঞ্চগড় থেকে
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ছয়টি মামলায় ৮ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে চারটি, র্যাব একটি ও আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় জলসাস্থল ও চৌরঙ্গীর মোড়ে দুই তরুণ নিহত হন। পরে শনিবার রাতে তিনটি মামলা করা হয়। ওই তিন মামলায় রোববার বিকেল পর্যন্ত যুবদল নেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার রাতে আরও তিনটি মামলা করা হয়। এতে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এ নিয়ে পৃথক ছয় মামলায় ৮১ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
শনিবারের তিনটি মামলার দুটির বাদী পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা ও সাইদুর রহমান। আহমদিয়া সম্প্রদায়ের তরুণ জাহিদ হাসান হত্যা মামলার বাদী ওসমান আলী। রোববারের করা তিনটি মামলার মধ্যে দুটির বাদী পুলিশের উপপরিদর্শক সামসুজ্জোহা সরকার ও আলতাফ হোসেন, অপরটি র্যাবের নায়েব সুবেদার আব্দুস সামাদ সুবেদার।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন, ওসমান গণির করা মামলায় ইঞ্জিনিয়ার জাহিদ হাসানকে হত্যার ঘটনায় পঞ্চগড় পৌরসভার দক্ষিণ রাজনগর মহল্লার নুর আজাদের ছেলে ইসমাইল হোসেন ঝানু (২৫) ও তুলারডাঙ্গা এলাকার আফসার আলীর ছেলে রাসেল হোসেন (২৮। এ ছাড়া পুলিশের করা মামলায় গুজব রটনাকারী হিসেবে পঞ্চগড় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী (৩০) ও তেঁতুলিয়া থানার সাতমেরা এলাকার নজরুল ইসলামের ছেলে রাব্বী ইমন (২৬)।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, পৃথক ছয়টি মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।
উল্লেখ্য, আহমদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আয়োজন করা হয়। এই জলসা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ছয়টি মামলায় ৮ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে চারটি, র্যাব একটি ও আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় জলসাস্থল ও চৌরঙ্গীর মোড়ে দুই তরুণ নিহত হন। পরে শনিবার রাতে তিনটি মামলা করা হয়। ওই তিন মামলায় রোববার বিকেল পর্যন্ত যুবদল নেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার রাতে আরও তিনটি মামলা করা হয়। এতে গ্রেপ্তার করা হয় ৫৮ জনকে। এ নিয়ে পৃথক ছয় মামলায় ৮১ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
শনিবারের তিনটি মামলার দুটির বাদী পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা ও সাইদুর রহমান। আহমদিয়া সম্প্রদায়ের তরুণ জাহিদ হাসান হত্যা মামলার বাদী ওসমান আলী। রোববারের করা তিনটি মামলার মধ্যে দুটির বাদী পুলিশের উপপরিদর্শক সামসুজ্জোহা সরকার ও আলতাফ হোসেন, অপরটি র্যাবের নায়েব সুবেদার আব্দুস সামাদ সুবেদার।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন, ওসমান গণির করা মামলায় ইঞ্জিনিয়ার জাহিদ হাসানকে হত্যার ঘটনায় পঞ্চগড় পৌরসভার দক্ষিণ রাজনগর মহল্লার নুর আজাদের ছেলে ইসমাইল হোসেন ঝানু (২৫) ও তুলারডাঙ্গা এলাকার আফসার আলীর ছেলে রাসেল হোসেন (২৮। এ ছাড়া পুলিশের করা মামলায় গুজব রটনাকারী হিসেবে পঞ্চগড় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী (৩০) ও তেঁতুলিয়া থানার সাতমেরা এলাকার নজরুল ইসলামের ছেলে রাব্বী ইমন (২৬)।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা আজকের পত্রিকাকে বলেন, পৃথক ছয়টি মামলায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। রোববার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর রয়েছে।
উল্লেখ্য, আহমদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আয়োজন করা হয়। এই জলসা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন।
আরও পড়ুন:
ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
১৭ মিনিট আগেবাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আগামীকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকেরা আমরণ অনশন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
৩৭ মিনিট আগেসাগরতীরের কাশবন থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় শামীম মাকসুদ খান জয় (২৬) নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় নগরীর আনন্দবাজার এলাকায় আউটার রিংরোডসংলগ্ন সাগরতীর থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক...
১ ঘণ্টা আগেসিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জেরে মিঠুন আলী (৩৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে