প্রতিনিধি, বোদা (পঞ্চগড়)
বোদায় পল্লি চিকিৎসক রোগ নির্ণয় না করে ওষুধ দেওয়ায় রশিদুল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঝলইশালশিড়ি ইউনিয়নের চশপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
শিশুটি ওই এলাকার শাহিরুলের ছেলে। এ ঘটনায় শাহিরুলের এক বছরের আরেক শিশুসন্তান বায়েজিদ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
পরিবারের লোকজন বলেন, গত শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক মোতালেবের দোকান থেকে শাহিরুল গ্লোব ফার্মার পল নামের একটি সিরাপ নিয়ে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে দুই শিশুকে সে সিরাপ খাওয়ানো হলে ছোট ছেলে বায়েজিদ বমি করতে থাকে। এর কিছুক্ষণ যেতে না যেতেই মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। অপরদিকে, রশিদুলের অবস্থা খারাপের দিকে যায়। তাৎক্ষণিক তাদের দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রশিদুলকে মৃত ঘোষণা করেন এবং বায়েজিদকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
রশিদুলের বাবা শাহিরুল বলেন, ‘আমার ছেলেরা অসুস্থ হলে কালিয়াগঞ্জ পল্লি চিকিৎসক মোতালেবের পরামর্শে তাঁর দোকান থেকে পল সিরাপ এনে খাওয়াই। এর কিছুক্ষণ পর তাঁদের অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে নেওয়া হলে বড় ছেলে রশিদুলকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে ওই চিকিৎসক গাঢাকা দিয়েছেন।’
স্থানীয়রা জানান, ওই চিকিৎসক বাজারে দোকান করলেও তাঁর কোনো ওষুধের লাইসেন্স নেই। যদি ওষুধ দেওয়ায় ভুল হয়ে থাকে তাহলে এই সঠিক বিচার দাবি করেন তাঁরা।
এ বিষয়ে চিকিৎসক মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের লোকজন আমার কাছে চিকিৎসা নেন। গতকাল ওই দুই শিশুর জ্বরের কথা বললে আমি তাদের জন্য গ্লোব ফার্মার পল সিরাপ দিই।’
ঝলইশালশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মৃত শিশুটি দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগছিল। কিন্তু ওই পরিবার অনেক গরিব হওয়ায় সবার কাছে সহযোগিতা নিয়ে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিলেন। সিরাপের কারণে এ মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা দরকার বলেও জানান তিনি।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা শিশুর ময়নাতদন্তের জন্য পঞ্চগড়ে পাঠিয়েছি। সিরাপটি জব্দ করে থানায় আনা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বোদায় পল্লি চিকিৎসক রোগ নির্ণয় না করে ওষুধ দেওয়ায় রশিদুল নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঝলইশালশিড়ি ইউনিয়নের চশপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
শিশুটি ওই এলাকার শাহিরুলের ছেলে। এ ঘটনায় শাহিরুলের এক বছরের আরেক শিশুসন্তান বায়েজিদ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
পরিবারের লোকজন বলেন, গত শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জ বাজারের পল্লি চিকিৎসক মোতালেবের দোকান থেকে শাহিরুল গ্লোব ফার্মার পল নামের একটি সিরাপ নিয়ে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে দুই শিশুকে সে সিরাপ খাওয়ানো হলে ছোট ছেলে বায়েজিদ বমি করতে থাকে। এর কিছুক্ষণ যেতে না যেতেই মুখ ও নাক দিয়ে ফেনা বের হতে থাকে। অপরদিকে, রশিদুলের অবস্থা খারাপের দিকে যায়। তাৎক্ষণিক তাদের দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রশিদুলকে মৃত ঘোষণা করেন এবং বায়েজিদকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
রশিদুলের বাবা শাহিরুল বলেন, ‘আমার ছেলেরা অসুস্থ হলে কালিয়াগঞ্জ পল্লি চিকিৎসক মোতালেবের পরামর্শে তাঁর দোকান থেকে পল সিরাপ এনে খাওয়াই। এর কিছুক্ষণ পর তাঁদের অবস্থা খারাপ হতে থাকে। পরে হাসপাতালে নেওয়া হলে বড় ছেলে রশিদুলকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পর থেকে ওই চিকিৎসক গাঢাকা দিয়েছেন।’
স্থানীয়রা জানান, ওই চিকিৎসক বাজারে দোকান করলেও তাঁর কোনো ওষুধের লাইসেন্স নেই। যদি ওষুধ দেওয়ায় ভুল হয়ে থাকে তাহলে এই সঠিক বিচার দাবি করেন তাঁরা।
এ বিষয়ে চিকিৎসক মোতালেব আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই পরিবারের লোকজন আমার কাছে চিকিৎসা নেন। গতকাল ওই দুই শিশুর জ্বরের কথা বললে আমি তাদের জন্য গ্লোব ফার্মার পল সিরাপ দিই।’
ঝলইশালশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মৃত শিশুটি দীর্ঘদিন ধরে রক্তশূন্যতায় ভুগছিল। কিন্তু ওই পরিবার অনেক গরিব হওয়ায় সবার কাছে সহযোগিতা নিয়ে শিশুটির চিকিৎসা চালিয়ে আসছিলেন। সিরাপের কারণে এ মৃত্যু হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা দরকার বলেও জানান তিনি।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ‘আমরা শিশুর ময়নাতদন্তের জন্য পঞ্চগড়ে পাঠিয়েছি। সিরাপটি জব্দ করে থানায় আনা হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীপারে মশাল প্রজ্বালন করেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের পাঁচ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীতে একযোগে এই কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মন্নুজান হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর চেয়ে ৪ গুণ বেশি ভোট পেয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী।
৩১ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি কারখানায় ৮ ঘণ্টা ধরে জ্বলছে আগুন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষ্মণ নেই। আগুন আরও বাড়ছে। পাশের কারখানায় ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘ সময়ের শ্রমে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম।
১ ঘণ্টা আগে