পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে দুস্থদের খাদ্যসহায়তার জন্য বরাদ্দ ৬৫ বস্তা চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ২টার দিকে গোডাউন পরিদর্শন করে এ তথ্য জানান সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাজিরগঞ্জ ইউনিয়নে ২ হাজার ৩০০ কার্ডে দুস্থদের খাদ্যসহায়তার (ভিজিএফ) চাল বরাদ্দ রয়েছে, যা গত বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু করে ঈদের আগেই বিতরণ সম্পন্ন করার কথা। কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে বিতরণ না করে ইউনিয়নের গোয়ারিয়া বাজারে ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের ব্যক্তিগত গোডাউনে মজুত রাখা হয়।
গতকাল সন্ধ্যার পর সেই গোডাউন থেকে একেকটি ভ্যানে সাত-আট বস্তা করে চাল বিভিন্ন জায়গায় যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পর গোডাউনের পাশে লোকজন জড়ো হতে থাকলে চেয়ারম্যানের লোকজন গোডাউন বন্ধ করে সটকে পড়েন। অভিযোগ পেয়ে রাত ২টার দিকে ইউএনও ওই গোডাউন পরিদর্শনে গিয়ে ৬৫ বস্তা চাল জব্দ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে ভ্যানে করে ৩০ কেজি বস্তার ভিজিএফের চাল গোডাউন থেকে বের হচ্ছে। তখন আনুমানিক দেড় থেকে ২০০ বস্তার মতো চাল ছিল। এভাবেই দুস্থদের চাল নিয়মের বাইরে তাঁর ব্যক্তিগত লোকদের দেওয়া হয় এবং পরে সেগুলো তারা ৭০০-৮০০ টাকা বস্তা দরে বিক্রি করেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন। এ ধরনের অনিয়মের বিচার হওয়া উচিত।
গোয়ারিয়া বাজার এলাকার ভ্যানচালক আবুল কাশেম বলেন, ‘সব ইউনিয়নে ঈদের আগে চাল দিয়ে দিছে। অথচ এখানে গরিবের বাড়ি না গিয়ে চাল চেয়ারম্যানের গোডাউনে। এটি অবশ্যই আত্মসাৎ করতে চেয়েছিলেন। এভাবেই সব আত্মসাৎ হয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে দুস্থ ও গরিবেরা।’
এদিকে আত্মসাৎচেষ্টার অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র দাবি করেছেন চেয়ারম্যান মশিউর রহমান। তিনি বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে প্রায় দেড় শ লোক চাল নিতে আসেনি। বাধ্য হয়ে তাদের চাল গোডাউনে রাখা হয়েছে। ঈদের পরে সুবিধাভোগীদের ডেকে বিতরণ করা হবে। তা ছাড়া এটি ব্যক্তিগত গোডাউন নয়, ইউনিয়ন পরিষদের জন্য অনুমোদিত গোডাউন।’
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আপাতত ৬৫ বস্তা চাল গোডাউনে পেয়েছি, যা ঈদের আগেই বিতরণ শেষ হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান বলছেন, অতিরিক্ত গরমের কারণে প্রায় দেড় শ সুবিধাভোগী চাল নিতে আসেননি। সেগুলো তিনি গোডাউনে রেখেছেন। যেগুলো বিতরণে কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকঠাক বিতরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছি।’
ইউএনও আরও বলেন, ‘ওই ৬৫ বস্তা চাল জব্দ করে ইউপি সচিব, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এতগুলো চাল বিতরণ হয়নি অথচ উনি (চেয়ারম্যান) সংশ্লিষ্ট কাউকেই জানাননি। এখানে নিয়মের ব্যত্যয় হয়েছে। এ ছাড়া আত্মসাতের অভিযোগসহ অন্য সব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনার সুজানগরে দুস্থদের খাদ্যসহায়তার জন্য বরাদ্দ ৬৫ বস্তা চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ২টার দিকে গোডাউন পরিদর্শন করে এ তথ্য জানান সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, নাজিরগঞ্জ ইউনিয়নে ২ হাজার ৩০০ কার্ডে দুস্থদের খাদ্যসহায়তার (ভিজিএফ) চাল বরাদ্দ রয়েছে, যা গত বৃহস্পতিবার থেকে বিতরণ শুরু করে ঈদের আগেই বিতরণ সম্পন্ন করার কথা। কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে বিতরণ না করে ইউনিয়নের গোয়ারিয়া বাজারে ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের ব্যক্তিগত গোডাউনে মজুত রাখা হয়।
গতকাল সন্ধ্যার পর সেই গোডাউন থেকে একেকটি ভ্যানে সাত-আট বস্তা করে চাল বিভিন্ন জায়গায় যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হওয়ার পর গোডাউনের পাশে লোকজন জড়ো হতে থাকলে চেয়ারম্যানের লোকজন গোডাউন বন্ধ করে সটকে পড়েন। অভিযোগ পেয়ে রাত ২টার দিকে ইউএনও ওই গোডাউন পরিদর্শনে গিয়ে ৬৫ বস্তা চাল জব্দ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সন্ধ্যা থেকে ভ্যানে করে ৩০ কেজি বস্তার ভিজিএফের চাল গোডাউন থেকে বের হচ্ছে। তখন আনুমানিক দেড় থেকে ২০০ বস্তার মতো চাল ছিল। এভাবেই দুস্থদের চাল নিয়মের বাইরে তাঁর ব্যক্তিগত লোকদের দেওয়া হয় এবং পরে সেগুলো তারা ৭০০-৮০০ টাকা বস্তা দরে বিক্রি করেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হন। এ ধরনের অনিয়মের বিচার হওয়া উচিত।
গোয়ারিয়া বাজার এলাকার ভ্যানচালক আবুল কাশেম বলেন, ‘সব ইউনিয়নে ঈদের আগে চাল দিয়ে দিছে। অথচ এখানে গরিবের বাড়ি না গিয়ে চাল চেয়ারম্যানের গোডাউনে। এটি অবশ্যই আত্মসাৎ করতে চেয়েছিলেন। এভাবেই সব আত্মসাৎ হয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছে দুস্থ ও গরিবেরা।’
এদিকে আত্মসাৎচেষ্টার অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র দাবি করেছেন চেয়ারম্যান মশিউর রহমান। তিনি বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে প্রায় দেড় শ লোক চাল নিতে আসেনি। বাধ্য হয়ে তাদের চাল গোডাউনে রাখা হয়েছে। ঈদের পরে সুবিধাভোগীদের ডেকে বিতরণ করা হবে। তা ছাড়া এটি ব্যক্তিগত গোডাউন নয়, ইউনিয়ন পরিষদের জন্য অনুমোদিত গোডাউন।’
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আপাতত ৬৫ বস্তা চাল গোডাউনে পেয়েছি, যা ঈদের আগেই বিতরণ শেষ হওয়ার কথা। কিন্তু চেয়ারম্যান বলছেন, অতিরিক্ত গরমের কারণে প্রায় দেড় শ সুবিধাভোগী চাল নিতে আসেননি। সেগুলো তিনি গোডাউনে রেখেছেন। যেগুলো বিতরণে কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকঠাক বিতরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখার চেষ্টা করছি।’
ইউএনও আরও বলেন, ‘ওই ৬৫ বস্তা চাল জব্দ করে ইউপি সচিব, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এতগুলো চাল বিতরণ হয়নি অথচ উনি (চেয়ারম্যান) সংশ্লিষ্ট কাউকেই জানাননি। এখানে নিয়মের ব্যত্যয় হয়েছে। এ ছাড়া আত্মসাতের অভিযোগসহ অন্য সব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের সখীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গতকাল মঙ্গলবার একদিনেই পাঁচজন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছর উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর
২৫ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
২ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২ ঘণ্টা আগে