Ajker Patrika

অসীম উকিল ও অপু উকিলের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অসীম কুমার ও তাঁর স্ত্রী অপু উকিল। ফাইল ছবি
অসীম কুমার ও তাঁর স্ত্রী অপু উকিল। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৬টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদন অনুযায়ী অসীম কুমার উকিলের নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ১৫টি ফ্ল্যাট ও একই জায়গায় অপু উকিলের একটি ফ্ল্যাট এবং পাঁচটি দোকান আগেই ক্রোকের নির্দেশ দিয়েছিলেন এই আদালত। এই ফ্ল্যাটগুলোর মধ্যে দুটিতে অভিযুক্ত ব্যক্তিরা বসবাস করেন। বাকি ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, যেহেতু সম্পত্তি ক্রোক করা হয়েছে, তা দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন। দুদকের আবেদন অনুযায়ী নেত্রকোনার জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত ১ হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তাঁরা বসবাস করেন। এ ছাড়া তাঁদের উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের ১৪টি ফ্ল্যাট ও বসুন্ধরা শপিং মলে অবস্থিত পাঁচটি দোকানও জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এলাকার খবর
Loading...