নেত্রকোনা প্রতিনিধি
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি এবং এক আসনের জন্য যাত্রীদের ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ঢাকা-মোহনগঞ্জে চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে কালোবাজারির মাধ্যমে প্রতি টিকিট ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা মহুয়া কমিউটার ট্রেনের কাউন্টারে অভিযান চালায় প্রশাসন।
আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁর সঙ্গে ছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রেনের টিকিট মাস্টার মিনহাজকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে ঢাকাগামী যাত্রীদের একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ট্রেনে মোহনগঞ্জের জন্য বরাদ্দ ২০০ সিটের মধ্যে ৩০টি এভাবে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে বাইরে ছেড়ে দেন কাউন্টার-সংশ্লিষ্টরা। বাইরে ট্রেনের প্রতি টিকিট কালোবাজারির মাধ্যমে ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পরে অভিযানে সত্যতা পেয়ে কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে শনিবার দুপুরে পৌর শহরের বাস ও সিএনজিস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি সিএনজিচালিত অটোরিকশার মালিককে ১ হাজার টাকা ও একটি বাসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের যথাযথ ভাড়ায় যাত্রী পরিবহন করতে বলা হয়।
অভিযানের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ২০০ টিকিটের মধ্যে মাত্র ৩০টি কাউন্টার থেকে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে ছেড়ে দিয়েছে। সেই টিকিটগুলোর প্রতিটি ৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। যদিও এমনিতে প্রতি টিকিটের দাম ১০৫ টাকা। এদিকে কাউন্টার থেকে একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করা হচ্ছিল। এসবের সত্যতা পেয়ে কাউন্টারমাস্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এমন কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম এ কাদের আরও বলেন, জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। যাত্রীদেরও ভাড়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
আরও খবর পড়ুন:
ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি এবং এক আসনের জন্য যাত্রীদের ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ঢাকা-মোহনগঞ্জে চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে কালোবাজারির মাধ্যমে প্রতি টিকিট ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে থাকা মহুয়া কমিউটার ট্রেনের কাউন্টারে অভিযান চালায় প্রশাসন।
আজ শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁর সঙ্গে ছিলেন।
অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রেনের টিকিট মাস্টার মিনহাজকে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোহনগঞ্জ চলাচলকারী মহুয়া কমিউটার ট্রেনে ঢাকাগামী যাত্রীদের একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। ট্রেনে মোহনগঞ্জের জন্য বরাদ্দ ২০০ সিটের মধ্যে ৩০টি এভাবে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে বাইরে ছেড়ে দেন কাউন্টার-সংশ্লিষ্টরা। বাইরে ট্রেনের প্রতি টিকিট কালোবাজারির মাধ্যমে ১০৫ টাকার পরিবর্তে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। পরে অভিযানে সত্যতা পেয়ে কাউন্টার মাস্টারকে জরিমানা করা হয়।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের খবরে শনিবার দুপুরে পৌর শহরের বাস ও সিএনজিস্টেশনে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি সিএনজিচালিত অটোরিকশার মালিককে ১ হাজার টাকা ও একটি বাসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁদের যথাযথ ভাড়ায় যাত্রী পরিবহন করতে বলা হয়।
অভিযানের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ২০০ টিকিটের মধ্যে মাত্র ৩০টি কাউন্টার থেকে বিক্রি করা হয়। বাকিগুলো কালোবাজারে ছেড়ে দিয়েছে। সেই টিকিটগুলোর প্রতিটি ৬০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। যদিও এমনিতে প্রতি টিকিটের দাম ১০৫ টাকা। এদিকে কাউন্টার থেকে একটি আসনের জন্য ছয়টি টিকিট কিনতে যাত্রীদের বাধ্য করা হচ্ছিল। এসবের সত্যতা পেয়ে কাউন্টারমাস্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময়ে এমন কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এম এ কাদের আরও বলেন, জরিমানার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়েছে। নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। যাত্রীদেরও ভাড়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
আরও খবর পড়ুন:
পিরোজপুরের নেছারাবাদে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে কৌশলে ২২ শতক জমি লিখে নিয়ে মা-বাবাকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ৬ অক্টোবর রাতে ছেলে ও পুত্রবধূর নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রবীণ দম্পতি ১০ দিন ধরে নিজ বাড়িতে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে।
১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অন্তত ৭০ শতাংশ ভোটার ভোট দেবেন বলে আশা করছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২০ মিনিট আগেমোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আজ ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি।’
৪২ মিনিট আগেশেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে একটি জনগুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ দেড় বছর ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। প্রায় দেড় বছর আগে নির্মাণকাজ শুরু হলেও গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজটিতে কোনো অগ্রগতি নেই; বরং কাজ শুরু...
১ ঘণ্টা আগে