নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হারুন চৌধুরী রাতে কৃষিকাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান। এ সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন ও তাঁর লোকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করেন।
মারধরের পর হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, ‘আমার চাচা শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে গেলে শাহাবুদ্দিন তার লোকজন নিয়ে তাঁকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, হারুন চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ আজ সোমবার সকালে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হারুন চৌধুরীর সঙ্গে অপর পক্ষের লোকদের পারিবারিক নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার মদনে পূর্ববিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হারুন চৌধুরী রাতে কৃষিকাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান। এ সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন ও তাঁর লোকজন মিলে কৃষক হারুন চৌধুরীকে মারধর করেন।
মারধরের পর হারুন চৌধুরী অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী বলেন, ‘আমার চাচা শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে গেলে শাহাবুদ্দিন তার লোকজন নিয়ে তাঁকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন জানান, হারুন চৌধুরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ আজ সোমবার সকালে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হারুন চৌধুরীর সঙ্গে অপর পক্ষের লোকদের পারিবারিক নানা বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ট্রেনে দেশবাসী, নির্বাচন বিলম্বের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিএনপির আস্থা এ দেশের জনগণ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে।
২ মিনিট আগেদিনাজপুরের নবাবগঞ্জে গবাদিপশুবাহিত তড়কা (অ্যানথ্রাক্স) রোগের বিস্তার রোধে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়া জবাই না করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৭ মিনিট আগেভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আজ বুধবার দুপুরে উপজেলার শম্ভুপুর রেলগেট এলাকায় এ বিক্ষোভ করে তারা।
৩৩ মিনিট আগেকুষ্টিয়া–খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া–খুলনা মহাসড়কটি প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
৪৩ মিনিট আগে