Ajker Patrika

নাটোরে শ্মশান পাহারাদারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৮
কাশিমপুর মহাশ্মশান। ছবি: আজকের পত্রিকা
কাশিমপুর মহাশ্মশান। ছবি: আজকের পত্রিকা

নাটোরের কাশিমপুর মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের (৬০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহাশ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শ্মশানের কর্মচারীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে।

তরুণ দাস পৌর এলাকার আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিচ্ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় বলেন, ‘আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা আমাকে ফোন দিয়ে জানায় যে, শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর শুনে আমি শ্মশান কমিটির অন্য সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হই। গিয়ে দেখি দানবাক্স ও ভান্ডারঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা। সম্ভবত তাঁকে হত্যা করেই এখানে মন্দিরের টাকাসহ বাসন-কোসন চুরি করা হয়েছে।’

তরুণ দাসের ছোট ভাই প্রদীপ কুমার দাস বলেন, ‘২৫ বছর ধরে দাদা শ্মশান পাহারা দিতে রাতে থাকতেন। এখানেই তিনি খাওয়া-দাওয়া করেন। এত বছর ধরে তিনি আছেন, কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। অথচ আজ দুর্বৃত্তদের হাতে প্রাণ চলে গেল।’

তরুণ দাসের ছেলে তপু দাস বলেন, ‘আমার বাবা অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাঁকে মারবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কাশিমপুর মহাশ্মশান। ছবি: আজকের পত্রিকা
কাশিমপুর মহাশ্মশান। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডারঘরের মালামাল লুটের কিছু আলামত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান বাসন-কোসনসহ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...