Ajker Patrika

আলু কিনতে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫

নাটোর প্রতিনিধি 
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০: ০২
আলু কিনতে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫। ছবি: আজকের পত্রিকা
আলু কিনতে ৯ লাখ টাকার জাল নোট, গ্রেপ্তার ৫। ছবি: আজকের পত্রিকা

৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বরিশালের বাকেরগঞ্জের দুদাল গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের মো. আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদরের বোতলবুনিয়া গ্রামের মো. মোস্তফা খান (৪৩), ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রামের মো. রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার মো. ফেরদৌস হাওলাদার (৩০)।

বিকেলে সদর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে পুলিশ।

এ সময় আটক পাঁচজনের কাছ থেকে ১০০০ ও ২০০ টাকার মোট ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, এই জাল টাকা নিয়ে তাঁরা রংপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে আলু ক্রয়ের পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...