বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ছাগল নিয়ে দ্বন্দ্বে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন—উপজেলার বড় পিঙ্গইন গ্রামের জাহিদুল ইসলাম (৪২), জামিন প্রাং (৪০), মল্লিকপুর গ্রামের সিয়াম হোসেন (২০), সোহেল রানা (২২), যুবায়ের হোসেন (২৩), রফিকুল ইসলাম (৫০), আজাহার আলী (৫৫), খালিদ হাসান (৩২), বাবুল হোসেন (৩৫), রিনা বেগম (৪৫), তহমিনা বেগম (৩০), কছিমুদ্দিন (৪৫), কাজল হোসেন (৩০), ওবায়দুল্লাহ (৪৫), মালু মন্ডল (৬০), আব্দুস সালাম (৪০), শাওন হোসেন (২৯) ও সাইদুল ইসলাম (৪০)।
আহত জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পটলের জমি ছাগল নষ্ট করে। রফিকুল ইসলাম সেই ছাগল তারিয়ে দিতে গিয়ে বড়াল নদীতে পড়ে যায়। সেই বিষয় নিয়ে প্রতীবেশী আব্দুস সালামের ব্যক্তির সঙ্গে হাতাহাতি হয়। গতকাল শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় বাবুল হোসেন ও তাঁর লোকজন রফিকুল ইসলামকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও মারপিট করে।’
বাবুল হোসেন বলেন, ‘রফিকুল ইসলাম ছাগলকে মারপিট করে। আব্দুস সালাম সেটির প্রতিবাদ করলে তাঁকে মারপিট করে। সেই ঘটনায় শুক্রবার রাতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও বাবুল হোসেনরা এলাকায় জুলুমবাজ লোক হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার তাদের প্রতিবেশী ১১ বছরের ও আড়াই বছরের শিশুকে মারপিট করে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ১০ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ছাগল নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন রফিকুল ইসলাম। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা ছলছে।
নাটোরের বড়াইগ্রামে ছাগল নিয়ে দ্বন্দ্বে ১৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
আহতরা হলেন—উপজেলার বড় পিঙ্গইন গ্রামের জাহিদুল ইসলাম (৪২), জামিন প্রাং (৪০), মল্লিকপুর গ্রামের সিয়াম হোসেন (২০), সোহেল রানা (২২), যুবায়ের হোসেন (২৩), রফিকুল ইসলাম (৫০), আজাহার আলী (৫৫), খালিদ হাসান (৩২), বাবুল হোসেন (৩৫), রিনা বেগম (৪৫), তহমিনা বেগম (৩০), কছিমুদ্দিন (৪৫), কাজল হোসেন (৩০), ওবায়দুল্লাহ (৪৫), মালু মন্ডল (৬০), আব্দুস সালাম (৪০), শাওন হোসেন (২৯) ও সাইদুল ইসলাম (৪০)।
আহত জাহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির পটলের জমি ছাগল নষ্ট করে। রফিকুল ইসলাম সেই ছাগল তারিয়ে দিতে গিয়ে বড়াল নদীতে পড়ে যায়। সেই বিষয় নিয়ে প্রতীবেশী আব্দুস সালামের ব্যক্তির সঙ্গে হাতাহাতি হয়। গতকাল শুক্রবার রাতে বাড়ি যাওয়ার সময় বাবুল হোসেন ও তাঁর লোকজন রফিকুল ইসলামকে মারপিট করে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে আমাদেরকেও মারপিট করে।’
বাবুল হোসেন বলেন, ‘রফিকুল ইসলাম ছাগলকে মারপিট করে। আব্দুস সালাম সেটির প্রতিবাদ করলে তাঁকে মারপিট করে। সেই ঘটনায় শুক্রবার রাতে কয়েকটি গ্রাম থেকে লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘আব্দুস সালাম ও বাবুল হোসেনরা এলাকায় জুলুমবাজ লোক হিসেবে পরিচিত। গত বৃহস্পতিবার তাদের প্রতিবেশী ১১ বছরের ও আড়াই বছরের শিশুকে মারপিট করে। তারা এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।’
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী বলেন, ১০ হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম খান বলেন, ছাগল নিয়ে গ্রামবাসীদের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন রফিকুল ইসলাম। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা ছলছে।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
২ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে