Ajker Patrika

চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

নাটোর প্রতিনিধি
চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার 

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে করা মামলায় আজ শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আইয়ুব আলী (৫৫) নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউপির সদস্য। 

মামলার বাদী ফিরোজ আলী বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ও তাঁর কয়েকজন অনুগতদের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন। পরিস্থিতির কারণে সেসময় তাঁদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। 

প্রশাসনের পক্ষে কাঁটা তারের বেড়াটি উচ্ছেদ হলেও তাঁর কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। বর্তমানে দেশে মামলা করার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা করা হয়। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী বাদী হয়ে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা করেন। আজ শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওই মামলায় আরও ১১ জন আসামি রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...