Ajker Patrika

প্রেমিকা ও স্ত্রীকে এসএমএস দিয়ে কলেজশিক্ষকের আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রেমিকা ও স্ত্রীকে এসএমএস দিয়ে কলেজশিক্ষকের আত্মহত্যা

নরসিংদীতে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর জেরে আবদুল্লাহ আলী (২৮) নামের এক কলেজশিক্ষক আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

আবদুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ও সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ঘরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সিরাতুন নাহার ও চার বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। অন্যদিকে ওই ছাত্রী একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছরের প্রেমের সম্পর্কের পরিণতি হিসেবে ২০১৭ সালে পারিবারিকভাবে বিয়ে করেন আবদুল্লাহ আলী ও সিরাতুন নাহার। পরের বছরই তাঁদের সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়। গত বছর একই কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। অপ্রকাশ্য এই সম্পর্কের কথা তাঁর স্ত্রী জানতে পারেন চলতি মাসের প্রথম সপ্তাহে। এ নিয়ে তিনজনের মধ্যেই দ্বন্দ্ব চলছিল।

ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ মৃতের স্ত্রী ও ওই ছাত্রীর কাছে ঘটনার বিষয়ে জানতে চায়। এ সময় পুলিশ সদস্যদের কাছে তাঁরা ঘটনার বিস্তারিত খুলে বলেন। সেখানে উপস্থিত থাকা কয়েকজন তাঁদের বরাত দিয়ে এই প্রতিবেদককে জানান, চলতি মাসের ৬ তারিখে আবদুল্লাহ আলীর স্ত্রী সিরাতুন নাহার জানতে পারেন ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্ক আছে। গত এক সপ্তাহ আগে এই তিনজন একসঙ্গে বসে সিদ্ধান্ত নেন, সিরাতুন নাহার তাঁর স্বামী আবদুল্লাহকে ডিভোর্স দেবেন। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাশের পর ওই ছাত্রীকে বিয়ে করবেন আবদুল্লাহ। এরপর থেকে সিরাতুন নাহার ছেলেকে নিয়ে রায়পুরায় বাপের বাড়িতে ছিলেন। 

পুলিশের কাছে দেওয়া ওই ছাত্রীর ভাষ্য, গত মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে তাঁর কয়েকজন সহপাঠীকে নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কাটেন আবদুল্লাহ। পরে তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হলেও তিনি তা না করে ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। এ নিয়ে তাঁর প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন আবদুল্লাহ। পরদিন সকালে আবদুল্লাহ ‘I am Destroying myself’ লিখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্টোরি দেন।

দুপুরে তাঁদের মধ্যে কথা হলে আবদুল্লাহ বলেন, ‘যা হইছে হইছে, তুমি আর আমার বাসায় আইসো না, লোক জানাজানি করারও দরকার নেই। আমি নিজেকে শেষ করে দিচ্ছি।’ পরে সন্ধ্যার পর বাড়ি ফিরে স্ত্রী ও ছাত্রীকে একটি এসএমএস পাঠান আবদুল্লাহ।

কলেজশিক্ষক-(2)পুলিশ ও স্থানীয়রা বলেন, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যবর্তী কোনো এক সময়ে আলমারি থেকে বউয়ের শাড়ি বের করে ঘরের পাখায় ঝুলে পড়েন অবদুল্লাহ। এদিকে এসএমএস পেয়ে ওই ছাত্রী তাঁর বাড়িতে চলে আসেন এবং তাঁর কক্ষের দরজা বন্ধ দেখতে পান। কিছুক্ষণের মধ্যে স্ত্রী সিরাতুন নাহারও রায়পুরার বাপের বাড়ি থেকে ওই বাড়িতে চলে আসেন। দীর্ঘক্ষণ তাদের ডাক-চিৎকারের পরও দরজা না খোলায় পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাত ৯টার দিকে ওই কক্ষের দরজা ভেঙে ফেলা হয়। এ সময় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ ও নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যান।

এদিকে দরজা ভেঙে ওই কক্ষে প্রবেশের পর পুলিশ আসার মধ্যবর্তী সময়ে মৃত ব্যক্তি, তাঁর স্ত্রী ও ওই ছাত্রীর তিনটি মোবাইল চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কান্নাকাটির মধ্যে কে এই ঘটনা ঘটিয়েছেন তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রীর কাছের কেউ ঘটনাস্থলে আসার কিছুক্ষণের মধ্যেই মোবাইল তিনটি কৌশলে লুকিয়ে ফেলেছেন। সকল প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্যই এই কাজটি করা হয়েছে। গুরুত্বপূর্ণ আলামত হিসেবে মোবাইল তিনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, ‘রসায়নের শিক্ষক আবদুল্লাহ আলী একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর এমন মৃত্যুতে আমরা কলেজ পরিবার শোকাহত। আমাদের কলেজেরই এক ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি আমাদের জানা ছিল না। তাকে (ছাত্রীকে) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার কথা শুনেছি। এই বিষয়ে আজই আমরা একটি মিটিং করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করব।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ বলেন, ‘এক শিক্ষকের আত্মহত্যার খবর পেয়ে বুধবার রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ছাত্রী আমাদের কাছে তাদের সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেছেন। অধিকতর তদন্তের স্বার্থে ওই ছাত্রীকে আরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রাজধানীতে যুগপৎ আন্দোলনের শরিকদের বিক্ষোভ, তীব্র যানজট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৪: ০৬
রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে জামায়াতসহ ৮ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে জামায়াতসহ ৮ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা।

নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দাবিতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছেন যুগপৎ আন্দোলনের শরিক জামায়াতসহ আট দলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে পল্টন, কাকরাইল, শাপলা চত্বর, মৎস্য ভবন এলাকায় চলা এই অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পল্টন মোড়ে এসে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে এলে তাঁদের আটকে দেয় পুলিশ। পরে মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তাঁরা। এতে আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টা ১৫ মিনিটে ৯ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল উপদেষ্টার বাসভবনে গেলে নেতা-কর্মীরা মৎস্য ভবন মোড়ে অবস্থান করতে থাকেন।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এবং কাকরাইল মোড়ে জড়ো হন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সেখান থেকে পরে মিছিল নিয়ে পল্টনে আসেন তাঁরা।

এই কর্মসূচির ফলে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হাইকোর্ট, পল্টন, প্রেসক্লাব ও কাকরাইল এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন যাওয়ার পথ করে দিচ্ছেন নেতা-কর্মীরা।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে জামায়াতসহ ৮ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে জামায়াতসহ ৮ দলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা।

এক পথচারী বলেন, ‘রাস্তা বন্ধ করে আন্দোলন করা কাম্য না। মানুষকে কষ্ট দিয়ে কী লাভ? যৌক্তিক দাবি থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত।’

আট দলের নেতা-কর্মীদের পাঁচ দফা দাবির মধ্যে আরও রয়েছে—অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সব দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত: চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
আজ সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
আজ সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ নারীর দাফন সম্পন্ন হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনজনের ও ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুজনের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁদের জানাজায় শত শত মানুষ অংশ নেয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫), বোন সাদিয়া হক পাটোয়ারী (২৪), শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫) ও শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। এই ঘটনায় চান্দিশকরা ও ফালগুনকরা গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়ে।

এর আগে গত মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশে ভাড়া করা মাইক্রোবাসে রওনা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী, শ্যালিকা ফারহানা মজুমদার টিজা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। রাত আড়াইটার দিকে চৌদ্দগ্রাম থেকে মা রুমি বেগম, বোন সাদিয়া হক পাটোয়ারী এবং শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পীকে গাড়িতে তোলেন।

গতকাল বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। আহত হন উদয় পাটোয়ারী, তাঁর ছেলে ও শ্যালক। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে শ্যালক শাহেদ মজুমদার লিশানের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘বিস্কুটে কী ছিল?’—একই সঙ্গে শ্বাসকষ্টে ৫ ছাত্রী হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসপাতালে অসুস্থ ছাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে অসুস্থ ছাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয়ে একই সময়ে পাঁচ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হলে চিকিৎসকেরা বলেন, একই ধরনের বিস্কুট খাওয়ার পরপরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এই ঘটনার পর বিদ্যালয়জুড়ে রহস্যের জন্ম দিয়েছে; অভিভাবক মহলে ছড়িয়েছে আতঙ্ক।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় প্রাত্যহিক অ্যাসেম্বলি শেষ করে ছাত্রীদের ক্লাসে ফেরত যাওয়ার কিছুক্ষণ পরই এক ছাত্রী শ্বাস নিতে কষ্ট অনুভব করে। তার পরপরই একই শ্রেণির আরও চারজন একই উপসর্গে অসুস্থ হয়ে পড়ে।

কুমারপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন বলেন, ‘প্রথমে একজন অসুস্থ হওয়ায় আমরা ভেবেছিলাম অ্যালার্জির সমস্যা। কিন্তু পরপর পাঁচজনের একই উপসর্গ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। পরে সবাইকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া আক্তার বলেন, পাঁচ ছাত্রী শ্বাসকষ্ট নিয়ে এসেছে। জিজ্ঞেস করে জানা যায়, অ্যাসেম্বলি শেষে তারা সবাই একই ধরনের বিস্কুট খেয়েছিল। তারপর থেকে উপসর্গ দেখা দেয়। তিনি আরও বলেন, ‘ফুসফুস পরীক্ষা করে কোনো সংক্রমণ পাওয়া যায়নি। কারও জ্বর, সর্দি বা কাশি ছিল না। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়া অস্বাভাবিক। বিস্কুট মেয়াদোত্তীর্ণ ছিল কি না বা তাতে কোনো রাসায়নিক ছিল কি না—সেটি নিশ্চিত হতে পরীক্ষা জরুরি।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক সতর্কতা হিসেবে মুখে যেকোনো খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে। ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষার্থীদের একজনের অভিভাবক অভিযোগ করে বলেন, ‘সকালে একদম ভালো ছিল। স্কুলে গিয়ে কী এমন খেল যে শ্বাসই নিতে পারছে না; এখনো বুঝতে পারছি না।’

এই ঘটনার পর কুমারপুর উচ্চবিদ্যালয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। অনেক অভিভাবক দুপুরে সন্তানদের স্কুল থেকে বাড়িতে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সিরাজগঞ্জে ট্রাকসহ দুই মাদক কারবারি আটক, ২৩৭ গ্রাম হেরোইন জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আটক করা দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত
আটক করা দুই মাদক কারবারি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় তাঁদের কাছ থেকে ২৩৭ গ্রাম হেরোইন, একটি ট্রাক, দুটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। অভিযানে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রবিউল ইসলাম (৫৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারীপুর পূর্বপাড়া গ্রামের বাবুল শাহ (৬০) নামের দুজনকে আটক করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি: সংগৃহীত
জব্দ করা ট্রাক। ছবি: সংগৃহীত

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত