নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে শিশুটি তলিয়ে যায়।
নিখোঁজ শিশুর নাম—মো. তাওহীদ মিয়া (৯)। তাওহীদ আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় মা রেখা বেগমের সঙ্গে শিশুটি ওই নদীর ঘাটে গোসল করতে নেমেছিল।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেখা বেগম ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল। গোসল শেষে ওঠার সময় রেখা বেগম আশপাশে তাওহীদকে দেখতে পাননি। এ সময় চিৎকার শুরু করেন রেখা বেগম। চিৎকারে ঘাটটিতে গোসলরত স্থানীয় আরও লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনাস্থলের আশপাশে নদীতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুকে খুঁজে পাননি। পরে একটি নৌকায় করে নদীতে জাল ফেলে তাওহীদকে খোঁজ করা হয়। এরপরও খোঁজ না পেয়ে করিমপুর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর জানানো হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিতের নেতৃত্বে একদল পুলিশ নদীর ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করেও শিশুটির খোঁজ করতে পারেনি।
শিশুটির মা রেখা বেগম বলেন, ‘তাওহীদ ভালোই সাঁতার জানত। এই মেঘনা নদীতে সমবয়সীদের সঙ্গে সে অনেকবার সাঁতার কেটেছে। আজ এই নদীর ঘাটে গোসল করতে নামার পর সে তলিয়ে গেছে, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত বলেন, ‘৯ বছর বয়সী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরাও আমাদের সঙ্গে কাজ করছেন। সময় যত পেরিয়ে যাচ্ছে, তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর এই সময়ে এই ঘাট সংলগ্ন নদীতে ডুবে কারও না কারও মৃত্যু হয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।’
নরসিংদীতে মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে শিশুটি তলিয়ে যায়।
নিখোঁজ শিশুর নাম—মো. তাওহীদ মিয়া (৯)। তাওহীদ আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দুর্ঘটনার সময় মা রেখা বেগমের সঙ্গে শিশুটি ওই নদীর ঘাটে গোসল করতে নেমেছিল।
স্থানীয়রা বলছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রেখা বেগম ও তাওহীদ ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল। গোসল শেষে ওঠার সময় রেখা বেগম আশপাশে তাওহীদকে দেখতে পাননি। এ সময় চিৎকার শুরু করেন রেখা বেগম। চিৎকারে ঘাটটিতে গোসলরত স্থানীয় আরও লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনাস্থলের আশপাশে নদীতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করেও নিখোঁজ শিশুকে খুঁজে পাননি। পরে একটি নৌকায় করে নদীতে জাল ফেলে তাওহীদকে খোঁজ করা হয়। এরপরও খোঁজ না পেয়ে করিমপুর নৌ-পুলিশ ফাঁড়িতে খবর জানানো হয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিতের নেতৃত্বে একদল পুলিশ নদীর ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করেও শিশুটির খোঁজ করতে পারেনি।
শিশুটির মা রেখা বেগম বলেন, ‘তাওহীদ ভালোই সাঁতার জানত। এই মেঘনা নদীতে সমবয়সীদের সঙ্গে সে অনেকবার সাঁতার কেটেছে। আজ এই নদীর ঘাটে গোসল করতে নামার পর সে তলিয়ে গেছে, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
করিমপুর নৌফাঁড়ির উপপরিদর্শক সুজন কুমার পণ্ডিত বলেন, ‘৯ বছর বয়সী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় লোকজন ও শিশুটির স্বজনেরাও আমাদের সঙ্গে কাজ করছেন। সময় যত পেরিয়ে যাচ্ছে, তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই কমছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর এই সময়ে এই ঘাট সংলগ্ন নদীতে ডুবে কারও না কারও মৃত্যু হয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে।’
সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের কিশোরীকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় কিশোরীর চিৎকারের আওয়াজ যাতে কেউ শুনতে না পায়, সে জন্য জোরে সাউন্ডবক্সে গান বাজানো হয়।
৯ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের হিজলতলা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
১৮ মিনিট আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২৭ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে