বেলাব (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর বেলাবতে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন প্রধান মারা গেছেন। আজ সোমবার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো. রইছ উদ্দিন।
এর আগে, গত ৪ জানুয়ারি উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পূর্ব নিলক্ষীয় ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় দুই মেম্বার প্রার্থীর সাবেক মেম্বার সামসুল হক ও শহিদুল্লার সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শহিদুল্লাহ মেম্বারের লোকজন উত্তেজিত হয়ে সামসুল হক মেম্বার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। ঘটনায় উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে ইউপি সদস্য শহিদুল্লাহ এর লোকজন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রধানের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এ সময় জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বেলাব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এর প্রায় ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৫টায় মৃত্যু হয় তাঁর।
এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. সামসুল হক বাদী হয়ে আটজনকে আসামি করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার বেলাব থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী সামসুল হক মেম্বার বলেন, ‘নির্বাচন এবং পূর্ব শত্রুতার জেরে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আজ জসিম উদ্দিন মারা গেছেন। সুষ্ঠু বিচারের স্বার্থে এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
ঘটনা সত্যতা স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. ইমরান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলার ২ নম্বর আসামি শহিদুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
নরসিংদীর বেলাবতে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন প্রধান মারা গেছেন। আজ সোমবার ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই মো. রইছ উদ্দিন।
এর আগে, গত ৪ জানুয়ারি উপজেলার সল্লাবাদ ইউনিয়ন পূর্ব নিলক্ষীয় ৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় দুই মেম্বার প্রার্থীর সাবেক মেম্বার সামসুল হক ও শহিদুল্লার সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারণা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় শহিদুল্লাহ মেম্বারের লোকজন উত্তেজিত হয়ে সামসুল হক মেম্বার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। ঘটনায় উভয় পক্ষকে শান্ত করতে গিয়ে ইউপি সদস্য শহিদুল্লাহ এর লোকজন আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রধানের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এ সময় জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বেলাব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এর প্রায় ৬ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর ৫টায় মৃত্যু হয় তাঁর।
এ ঘটনায় সাবেক ইউপি সদস্য মো. সামসুল হক বাদী হয়ে আটজনকে আসামি করে এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত শুক্রবার বেলাব থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী সামসুল হক মেম্বার বলেন, ‘নির্বাচন এবং পূর্ব শত্রুতার জেরে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। আজ জসিম উদ্দিন মারা গেছেন। সুষ্ঠু বিচারের স্বার্থে এ ঘটনায় আমি একটি মামলা দায়ের করেছি। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’
ঘটনা সত্যতা স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. ইমরান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ মামলার ২ নম্বর আসামি শহিদুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
২১ মিনিট আগেঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল আজ সোমবার ভোরে গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে...
১ ঘণ্টা আগে