নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় ঈদের দিন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম গতকাল মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলাটি করেন।
মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে যুবক রাকিব ও সাকিবের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে ওই রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।
জানা গেছে, নিহত সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। ঈদের দিন সোমবার হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় তাঁদের ধরে মারধর করা হয়। ওই দিন রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নরসিংদীর পলাশ উপজেলায় ঈদের দিন দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত রাকিব ও সাকিবের মা রাবেয়া বেগম গতকাল মঙ্গলবার রাতে পলাশ থানায় মামলাটি করেন।
মামলায় ভাগদী গ্রামের পাভেলকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে ২৫ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে যুবক রাকিব ও সাকিবের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে জানাজা শেষে ওই রাতেই করতেতৈল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
দুই ভাই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন। ভাগদী ও করতেতৈল গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি মনির হোসেন।
জানা গেছে, নিহত সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল এলাকার বাসিন্দা ছিলেন। ঈদের দিন সোমবার হিমেল নামের যুবককে চোর সন্দেহে দলবদ্ধ পিটুনির প্রতিবাদ করায় তাঁদের ধরে মারধর করা হয়। ওই দিন রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের মধ্যে একজন নরসিংদী সদর হাসপাতালে, অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১৯ মিনিট আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২২ মিনিট আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
২ ঘণ্টা আগে