রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় প্রবাসফেরত এক যুবকের শাবলের আঘাতে তাঁর বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে আজ মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ।
নিহত কবির হোসেন (৫০) উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। ছয় মাস আগে তিনি দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় তাঁকে তিন মাস কারাগারে থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর বাবা কবির তাঁকে দেখাশোনা রাখতেন। তাঁরা একটি দোচালা ঘরে বসবাস করতেন। গতকাল রাতে মনির হঠাৎ একটি শাবল দিয়ে বাবা কবিরের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের জমিতে গেলে মনির সেখানে গিয়ে আবারও উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, ‘খ্যাপাটে স্বভাবের মনিরকে নিয়ে তার বাবা দোচালা ঘরে থাকতেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। এবার বাবাকেই হত্যা করল। আমরা কেউ তখন তার সামনে যেতে সাহস পাইনি। পরে স্থানীয়রা মিলে পুলিশে খবর দিই।’
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেলেকে আটক করেছি। তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
নরসিংদীর রায়পুরায় প্রবাসফেরত এক যুবকের শাবলের আঘাতে তাঁর বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত যুবককে আজ মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ।
নিহত কবির হোসেন (৫০) উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে মনির হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির সৌদি আরব থেকে ফিরে আসার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। ছয় মাস আগে তিনি দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন। ওই ঘটনায় তাঁকে তিন মাস কারাগারে থাকতে হয়। জামিনে মুক্তি পাওয়ার পর বাবা কবির তাঁকে দেখাশোনা রাখতেন। তাঁরা একটি দোচালা ঘরে বসবাস করতেন। গতকাল রাতে মনির হঠাৎ একটি শাবল দিয়ে বাবা কবিরের মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের জমিতে গেলে মনির সেখানে গিয়ে আবারও উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, ‘খ্যাপাটে স্বভাবের মনিরকে নিয়ে তার বাবা দোচালা ঘরে থাকতেন। এর আগেও সে পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছিল। এবার বাবাকেই হত্যা করল। আমরা কেউ তখন তার সামনে যেতে সাহস পাইনি। পরে স্থানীয়রা মিলে পুলিশে খবর দিই।’
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘প্রবাসফেরত ছেলের শাবলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেলেকে আটক করেছি। তার মানসিক ভারসাম্যহীনতার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন নিয়ে বিরোধের জেরে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি...
৭ মিনিট আগেনদীবেষ্টিত এলাকা পটুয়াখালী পৌরসভায় দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষের সঞ্চালন লাইনের পানির ওপর নির্ভরশীল হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে দিন দিন তীব্র হচ্ছে পানির সংকট।
১৫ মিনিট আগেকুমিল্লার দাউদকান্দি উপজেলার গোলাপের চর গ্রামের একমাত্র সেতুটি ৩০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর বর্তমানে চরম নাজুক দশায় পৌঁছেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তৈরি করা ৩০ ফুট দীর্ঘ সেতুটির পিলার থেকে মাটি সরে যাওয়া এবং দেবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে যান..
১৭ মিনিট আগেরশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা আনোয়ার খান বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু রাতের বেলায় পুরো রাস্তা অন্ধকারে থাকে। শীতের সময় কুয়াশা পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তাই দ্রুত সড়কবাতি স্থাপন করা প্রয়োজন।
৪৩ মিনিট আগে