Ajker Patrika

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ মোহসীন এই আদেশ দেন। এর আগে পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।। তিনি বলেন, সোনারগাঁ থানায় হওয়া আশিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ রিমান্ডের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘গত ৪ আগস্ট উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৃত কামাল মিয়ার ছেলে আশিক মিয়া (২০)। পরে ৫ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় আজ আদালত তাঁকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।’

আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

এর আগে আজ সকাল ৯টায় আদালতে তোলা হলে উত্তেজিত জনতা আনিসুল হককে উদ্দেশ্য করে চোর, বাটপার, দালাল ইত্যাদি স্লোগান দিতে থাকে। পরে আদালতে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...