Ajker Patrika

কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে আরেকটা গণবিপ্লব হবে: সারজিস

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 
সোনারগাঁয়ে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে সমন্বয়ক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা
সোনারগাঁয়ে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে সমন্বয়ক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে গণবিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে। আগামী নির্বাচন হতে হবে ৫৩ বছরের ইতিহাসে সম্পূর্ণরূপে নিরপেক্ষ। যদি সুষ্ঠু নির্বাচনে কোনো রাজনৈতিক দল ৩ শ আসনও পায় এতে আমরা কিছু মনে করব না।’

যাঁরা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাঁরাই নতুন বাংলাদেশের নেতৃত্বে সামনের সারিতে থাকবেন। ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে।’

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্ট অডিটরিয়ামে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে সারজিস আলম এসব কথা বলেন। উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এ ক্যাম্পেইনের আয়োজন করে।

সারজিস আরও আলম বলেন, ‘খুনি হাসিনা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সে শুধু নিজের মুখেই না, দলের নেতা-কর্মীদের মুখেও চুনকালি মাখিয়েছে। সেটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহামুদ, সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ, বাঁধনসহ স্থানীয় নেতা-কর্মী, শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...