Ajker Patrika

নারায়ণগঞ্জে চারুকলা প্রাঙ্গণে কনসার্টে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ৫৯
নারায়ণগঞ্জে চারুকলা প্রাঙ্গণে কনসার্টে হামলা

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এক কনসার্টে নামাজের সময় গান বাজানোর অভিযোগ তুলে হামলা চালান একদল যুবক। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় চারুকলা ইনস্টিটিউটের নিচতলায়ও ভাঙচুর চালান।

এসএসসি-৯৫ ব্যাচের সদস্যদের গ্রুপ ‘ইউনাইটেড ৯৫’ ওই মিলনমেলা ও কনসার্টের আয়োজন করে। সন্ধ্যার পর থেকে সেখানে শুরু হয় কনসার্ট। নামাজের বিরতিতে ১০ মিনিট গান বন্ধ রেখে ফের চালু হয় কনসার্ট। পরে ডিআইটি মসজিদ থেকে একদল মুসল্লি এসে গান বন্ধ করতে বললে কনসার্টের আয়োজকেরা গান বন্ধ করে দেন।

এর কিছুক্ষণ পরে একদল যুবক এসে কনসার্টে হামলা চালান। সেখানকার মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙার পর পাশে থাকা চারুকলা ভবনের নিচতলায় ভাঙচুর করেন। এ ছাড়া বেশ কয়েকজনকে মারধরও করা হয়। হেনস্তার শিকার হয়েছেন চারুকলা ইনস্টিটিউটের ভেতর অবস্থান করা বেশ কয়েকজন শিক্ষার্থী।

ঘটনার বর্ণনা দিয়ে ইউনাইটেড ৯৫ গ্রুপের এক সদস্য বলেন, ‘নামাজের বিরতি দিয়ে আমরা ১০ মিনিট কনসার্ট বন্ধ রাখি। সমস্যা হচ্ছে আশপাশে তিনটি মসজিদ, একেক মসজিদে নামাজের সময় একেক রকম। ফলে এক মসজিদের সময় অনুযায়ী বন্ধ রাখলেও আরেক মসজিদের সময়ের সঙ্গে সেটা মেলেনি। তারপরও মুসল্লিরা এসে আপত্তি জানালে গান বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এর কিছু সময় পর একদল বখাটে যুবক এসে হামলা ও ভাঙচুর চালায়। পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।’

চারুকলার এক ছাত্র বলেন, ‘১৪ ফেব্রুয়ারি বসন্তবরণকে কেন্দ্র করে আমাদের আলপনা ও নানান নকশা, ফ্রেম তৈরির কাজ চলছিল। হামলাকারীরা মঞ্চ ভাঙচুর করলে আমাদের একজন কিবোর্ড রক্ষা করতে দৌড়ে চারুকলার ভেতর আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সে সময় হামলাকারীরা এসে কিবোর্ড ভাঙচুর করে। তারপর যাওয়ার সময় আমাদের আলপনা, ফ্রেম নষ্ট করে দিয়ে গেছে। আমাদের কয়েকজন বন্ধু বাধা দিতে চাইলে তাদের গায়েও হাত তোলা হয়।  এই ঘটনার পর আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ টিম গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো পক্ষই আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে কাভার্ড ভ্যানের চাপায় মাঈন উদ্দিন নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সেতুর ওপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে মাঈন উদ্দিন নামের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালকসহ এক যাত্রী। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যান। গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সোহেল মিয়া পূর্ব বড়বালা গ্রামের বাসিন্দা। তাঁর এক বছর ও তিন বছর বয়সী দুই শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের গ্রাম পুলিশ মনারুল ইসলাম মোটরসাইকেল চুরির ঘটনায় খোঁজ নেওয়ার জন্য সোহেল মিয়াকে ডেকে স্থানীয় ছড়ান বাজারে নিয়ে যান। সেখান থেকে কয়েকজন যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে মিলনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে আটক রেখে মারধর করা হয় বলে দাবি নিহতের বাবা আজাদুল হকের।

আজাদুল হক বলেন, ‘গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় সোহেলকে আমার হাতে তুলে দেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম। এর আগে স্ট্যাম্পে স্বাক্ষরও নেন। বাড়িতে আনার পথেই সোহেলের মৃত্যু হয়।’

জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার জামাতার মোটরসাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে ডেকে আনা হয়েছিল। সুস্থ অবস্থায় তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পরবর্তী সময়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই।’

এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফটিকছড়ি সংবাদদাতা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে অমিত দাশ অভি (৩৫) নামের এক যুবককে করে পুলিশ দিয়েছে এলাকাবাসী। তিনি বিদ্যুতের লাইন ঠিক করে দেওয়ার কথা বলে ঘরে ঢুকে গত বুধবার দুপুরে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

বিষয়টি জানতে পেরে আজ বৃহস্পতিবার এলাকাবাসী অভিকে কৌশলে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডেকে এনে আটক রাখেন। পরে থানায় খবর দিয়ে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

কিশোরীর মা বলেন, ‘ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। সে সুযোগে ওই যুবক আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি তার বিচার চাই।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ আজকের পত্রিকা বলেন, ‘কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নারী থানায় মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত
দুর্ঘটনার শিকার মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) এবং একই এলাকার মো. শাহীন আলম (২৫)। এ ছাড়া বিএসআরএম গাড়ির চালক মো. ইউসুফ নামে একজন আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টার দিকে একটি অজ্ঞাতনামা বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লাইনে চলার সময় একটি মোটরসাইকেলকে চাপ দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা ক্ষিপ্ত হয়ে বাসটিকে ধাওয়া দিয়ে ধুম এলাকায় ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলেই মো. রাসেল উদ্দিন মারা যান। আহত মো. শাহীন আলম ও মো. ইউসুফকে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মো. শাহীন আলমের মৃত্যু হয়।

স্থানীয় সমাজকর্মী আরিফুল ইসলাম ইমন বলেন, বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহীন আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত মো. শাহীন আলম ছোট থাকা অবস্থায় তাঁর মা-বাবা মারা যায়। এর পর থেকে তাঁর চাচার পরিবারের বড় হন। শাহীনরা দুই ভাই ছিল। পাসপোর্ট রেডি করছে বিদেশ যাবে বলে। তার আগে বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ওসি সরকার আব্দুল্যাহ আল মামুন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকেরা ভাতা পান না, নতুন গাড়ি-অফিস চান সদস্যসচিব

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

৫ বছরে যুক্তরাষ্ট্রকে ‘ধরে ফেলবে’ চীন, নতুন পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ট্রাম্পের

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে এমন ‘অদ্ভুতুড়ে’ ঘটনার কারণ তাহলে এটাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত