রাশেদ নিজাম ও সাবিত আল হোসেন, নারায়ণগঞ্জ থেকে
সকাল সোয়া ৯টা। দেওভোগ এলাকার মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রেই প্রচুর মানুষের ভিড়। ভোটার ও সমর্থকদের হুড়োহুড়ি। বেশ বড় স্কুল। এলাকার মধ্যে নামকরাও। সামনে প্রশস্ত রাস্তা। পুলিশ, বিজিবির টহল, সাইরেন চলছে।
দক্ষিণ দিকের প্রথম ভবনে ১ নম্বর কেন্দ্র। এলএনএ রোড, পুরাতন জীমখানার দেওভোগ পাক্কা রোডের ২ হাজার ৩৬০ জন ভোটার ভোট দেবেন এখানে। পাঁচটি বুথের মধ্যে দুটিকে নামকরণ করা হয়েছে মডেল নামে। অন্যখানে সাদা কাপড়ে ভোটদানের কক্ষ হলেও এখানে নির্বাচন কমিশনের সেই সবুজ রঙের ওপর লোগো বসানো। আর টেবিলটা একটু সুন্দর মাপের। এটাই মডেল বুথ।
বুথের ছবি নেওযার সময় সব এজেন্ট আছেন কি না, জিজ্ঞেস করার পরেই একজন বললেন, ‘হাতি গেছে বনে।’ হেসে উঠলেন পাশে থাকা বাকি এজেন্টরা।
দেখা গেল মেয়র পদপ্রার্থীদের মধ্যে শুধু নৌকারই এজেন্ট আছেন। বাকি ছয়জনের মধ্যে কারও এজেন্ট নেই। যিনি টিটকারি করছিলেন, তাঁকে আবারও এজেন্ট কয়জন আছেন জিজ্ঞেস করতেই সহাস্যে বললেন, ‘হাতি গেছে বনে, শীতে পাখা (হাতপাখা) বন্ধ।’
মিঠু আহমেদ নামের ওই ব্যক্তি নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এজেন্ট। কাউন্সিলরদের পাঁচজনের মধ্যে শুধু দুজনের এজেন্ট উপস্থিত ছিলেন ওই বুথে।
হাতির এজেন্টের অনুপস্থিতি নিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বললেন, সকালে তাঁরা কেউ আসেননি। একই উত্তরের সঙ্গে ৪ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং অফিসার ইব্রাহীম খলিল জানালেন, রাতেও হাতির কেউ আসেননি।
বাকি ৩টা বুথে খুঁজে শুধু দেখা মিলল নৌকার এজেন্টদের। বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রিসাইডিং অফিসারের কাছে যাওয়ার পর দেখা গেল কক্ষটি তালাবদ্ধ। সামনে থাকা পুলিশ সদস্য বললেন, স্যার সামনে গেছেন। ১৫ মিনিট ধরে সামনে-পেছনে সব জায়গায় খুজেঁও দেখা মেলেনি তাঁর।
তবে, একই স্কুলের ২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রমজান জানালেন, তাঁর প্রতিটি বুথেই সব এজেন্ট উপস্থিত আছেন।
সকাল সোয়া ৯টা। দেওভোগ এলাকার মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রেই প্রচুর মানুষের ভিড়। ভোটার ও সমর্থকদের হুড়োহুড়ি। বেশ বড় স্কুল। এলাকার মধ্যে নামকরাও। সামনে প্রশস্ত রাস্তা। পুলিশ, বিজিবির টহল, সাইরেন চলছে।
দক্ষিণ দিকের প্রথম ভবনে ১ নম্বর কেন্দ্র। এলএনএ রোড, পুরাতন জীমখানার দেওভোগ পাক্কা রোডের ২ হাজার ৩৬০ জন ভোটার ভোট দেবেন এখানে। পাঁচটি বুথের মধ্যে দুটিকে নামকরণ করা হয়েছে মডেল নামে। অন্যখানে সাদা কাপড়ে ভোটদানের কক্ষ হলেও এখানে নির্বাচন কমিশনের সেই সবুজ রঙের ওপর লোগো বসানো। আর টেবিলটা একটু সুন্দর মাপের। এটাই মডেল বুথ।
বুথের ছবি নেওযার সময় সব এজেন্ট আছেন কি না, জিজ্ঞেস করার পরেই একজন বললেন, ‘হাতি গেছে বনে।’ হেসে উঠলেন পাশে থাকা বাকি এজেন্টরা।
দেখা গেল মেয়র পদপ্রার্থীদের মধ্যে শুধু নৌকারই এজেন্ট আছেন। বাকি ছয়জনের মধ্যে কারও এজেন্ট নেই। যিনি টিটকারি করছিলেন, তাঁকে আবারও এজেন্ট কয়জন আছেন জিজ্ঞেস করতেই সহাস্যে বললেন, ‘হাতি গেছে বনে, শীতে পাখা (হাতপাখা) বন্ধ।’
মিঠু আহমেদ নামের ওই ব্যক্তি নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এজেন্ট। কাউন্সিলরদের পাঁচজনের মধ্যে শুধু দুজনের এজেন্ট উপস্থিত ছিলেন ওই বুথে।
হাতির এজেন্টের অনুপস্থিতি নিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বললেন, সকালে তাঁরা কেউ আসেননি। একই উত্তরের সঙ্গে ৪ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং অফিসার ইব্রাহীম খলিল জানালেন, রাতেও হাতির কেউ আসেননি।
বাকি ৩টা বুথে খুঁজে শুধু দেখা মিলল নৌকার এজেন্টদের। বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রিসাইডিং অফিসারের কাছে যাওয়ার পর দেখা গেল কক্ষটি তালাবদ্ধ। সামনে থাকা পুলিশ সদস্য বললেন, স্যার সামনে গেছেন। ১৫ মিনিট ধরে সামনে-পেছনে সব জায়গায় খুজেঁও দেখা মেলেনি তাঁর।
তবে, একই স্কুলের ২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রমজান জানালেন, তাঁর প্রতিটি বুথেই সব এজেন্ট উপস্থিত আছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
২০ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
৩৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
৪১ মিনিট আগে