Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২৩: ৪০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মা বন্দর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন বন্দরের চৌধুরীবাড়ি এলাকার কুতুবউদ্দিনের ছেলে টিপু সুলতান (২৬), আব্দুল হাকিমের ছেলে সজিব হোসেনসহ (২৫) দুই অজ্ঞাতনামা ব্যক্তি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগের বরাত দিয়ে বলেন, ভুক্তভোগী কিশোরী অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করা একটি কোম্পানিতে কাজ করে। ১ এপ্রিল রাতে বাড়িতে ফেরার সময় রাস্তা থেকে চার ব্যক্তি তাকে তুলে নিয়ে যান। পরে টিপু সুলতান তাকে ধর্ষণ করেন।

তরিকুল ইসলাম আরও বলেন, ‘তিন দিন আগে টিপু সুলতানের পরিবার একই থানায় অপহরণের অভিযোগে একটি লিখিত আবেদন করে। সেখানে মেয়েটির পরিবারের সদস্যদেরও অভিযুক্ত করা হয়। আমরা জানতে পেরেছি, মেয়েটির আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। তবে প্রথম স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।’

যেহেতু ধর্ষণের অভিযোগের আগে অপহরণের অভিযোগ করা হয়েছে, তাই উভয় অভিযোগ তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...