নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে।
গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।
হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’
গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।
এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
নেই কোনো শব্দ। নেই কারও চলাফেরা। চারদিকে পোড়া গন্ধ। যেন ভূতের বাড়ি। এ দৃশ্য অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস লিমিটেডের ভবনের। আজ রোববার সকালে সরেজমিন ঘুরে এমন দৃশ্যের দেখা মেলে।
গতকাল শনিবার ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর পুরো ভবনটি ফাঁকা হয়ে যায়। ভবনের আশপাশে নেমে আসে নীরবতা। কিছু গণমাধ্যমকর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। কারখানার ভবনের সামনে পড়ে আছে কিছু পোড়া সরঞ্জামাদি। জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানার সংশ্লিষ্টরা লাপাত্তা। কেউ ধারেকাছেও আসেননি।
হাশেম ফুডস কারখানায় কর্তব্যরত নিরাপত্তাকর্মী মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, ‘কালকে ফায়ার সার্ভিসের লোকজন যাওয়ার পর থেকে পুরাটা খালি। সকাল থেকে কেউ আসেনি। কাউকে দেখি নাই। শুধু সাংবাদিক কয়েকজন আসছে।’
গত বৃহস্পতিবার বিকেলে ভবনের একটি ফ্লোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই রাতেই আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে পুরো ছয়তলাবিশিষ্ট ভবনটিতে।
এ ঘটনায় মোট ৫২ জনের মৃত্যু হয়। এর জেরে হাশেম ফুডসের চেয়ারম্যান আবুল হাশেমসহ আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল হত্যা মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় তাঁদের। পরে বিকেলে আদালতে তোলা হলে তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৬ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২৯ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩২ মিনিট আগে