Ajker Patrika

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি। মাকসুদ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

আজ বুধবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টার মামলায় গতকাল মঙ্গলবার রাতে বন্দর এলাকায় অভিযান চালিয়ে মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, মাকসুদ হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরে পলাতক ছিলেন।

জানা গেছে, সাবেক এমপি সেলিম ওসমানের সঙ্গে মাকসুদ হোসেনের ঘনিষ্ঠতা রয়েছে। তিনি সেলিম ওসমানের সহায়তায় একাধিকবার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন বেশ কিছু দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

আমি ছিলাম নিখুঁত শিকার—মৃত্যুর আগে লিখে গেছেন ভার্জিনিয়া জিউফ্রে

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

এলাকার খবর
Loading...