সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর নাম সুমনা আক্তার (২৮)। এ ঘটনায় চার শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজরা সবাই জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের সীমন্তবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রলারে করে নদীতে বেড়াতে এসেছিলেন তাঁরা। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। এ সময় ঘাট থেকে দুটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রলারটিতে নারী ও শিশুসহ ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে পাঁচজনকে গতকাল জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন মারোয়া (৮), সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২) এবং উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪)।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ ছাড়া জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।
লক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
২ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১৫ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১৭ মিনিট আগেপিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাত অভিযোগে মো. আলী হোসেন নামের এক যুবককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
৪০ মিনিট আগে