Ajker Patrika

আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ৫১
আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের সমর্থনে শহর ও মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ করা হয় মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর এলাকা।

সকাল ১০টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, শিবু মার্কেট, সস্তাপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা জেলা পরিষদ কার্যালয় ভাঙচুর করেন।  

নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকাবেলা ১১টায় চাষাঢ়ায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক, সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যুক্ত হন। এ সময় একদল জনতা চাষাঢ়া পুলিশ বক্স ও রাইফেলস ক্লাব ভাঙচুর করেন। আগুন দেওয়া হয় সড়কে।

আন্দোলনকারীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে রাখেন পুরো জমায়েতস্থল।নারায়ণগঞ্জে সড়কে আগুন দেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে গতকাল আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...