নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পশ্চিম অংশে ভূমিধস ও ভেঙে যাওয়া সড়কে উল্টে গেছে পণ্যবাহী একটি ট্রাক।
আজ মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামগামী একটি পণ্যবোঝাই ট্রাক সেতুর সৈয়দপুর অংশে এই দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দপুর শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাড়ে ভাঙা রাস্তায় ট্রাকের চাকা আটকে ট্রাকটি উল্টে যায়। পরে আশপাশের লোকজন এসে গাড়ির চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ভাঙা অংশ আজ মেরামত করার কথা থাকলেও তা করা হয়নি। অন্ধকারে চালক দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, ‘আমরা ট্রাক উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় সৌদি আরবের সহায়তায় নির্মিত শীতলক্ষ্যা তৃতীয় সেতু। কিন্তু উদ্বোধনের আড়াই বছরের মাথায় সেতুর সংযোগ সড়ক ভূমি ধসে ভেঙে পড়ে। গত শুক্রবার রাতে ভারী বর্ষণের পর সেতুর পশ্চিম অংশে এই ভাঙন সৃষ্টি হয়। বিপজ্জনক এই সড়কে চালকদের সতর্ক করার জন্য লাল কাপড়সহ ডিভাইডার বসিয়ে ভাঙা অংশটি ঘিরে রাখা হয়েছে।
মাত্র আড়াই বছরের মাথায় সড়কটি ভেঙে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। সেতু নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য লোকবল নিয়োগ থাকলেও কীভাবে সড়ক ভূমি ধসে ভেঙে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণকাজের মান নিয়ে।
সৈয়দপুর এলাকার বাসিন্দা জসীম উদ্দিন বলেন, ‘ব্রিজের কাজ ঠিকমতো করে নাই। ঠিকঠাক করলে ব্রিজের রাস্তা এভাবে ভাঙে নাকি? আমাদের চোখের সামনে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু দেখলাম। ওই ব্রিজের রাস্তা এমনে ভাঙছে কোনো দিন শুনি নাই। এই নতুন ব্রিজের রাস্তা বৃষ্টির পানিতে ভাঙে কেমনে? এইটা ঠিক করলেও বেশি দিন টিকব না। একদিক দিয়া ঠিক করব, আরেকদিক দিয়া নতুন গর্ত হইব। কাজ যে ঠিকঠাক করে নাই, এইটা এখন পরিষ্কার।’
গত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১টি চায়নিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চায়নিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ।
৫ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশকে বডিওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগেসামনে জাতীয় নির্বাচন, একে সামনে রেখে এখন থেকে আপনাকে সারাদেশে অবহেলিত বঞ্চিত নির্যাতিত নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে ঐক্যবদ্ধ করতে হবে, তা না হলে আগামী জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত আমাদেরকে বড় ধরনের মাসুল দিতে হতে পারে। তাই আপনার কাছে একটা বিশেষ অনুরোধ আপনি যত দ্রুত সম্ভব সারা দেশ
৩২ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং ও গ্রিন সিটি হাউজিং এলাকায় পৃথক দুই ঘটনায় গণপিটুনিতে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা ‘ছিনতাইকারী’ ছিলেন বলে দাবি পুলিশের।
৩৩ মিনিট আগে