সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।
তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।
জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’
নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’
বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকলেও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি (এনএএম) পাইলট উচ্চবিদ্যালয়ে চলছে পাঠদান। আজ সোমবার সকাল থেকে স্কুলের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।
তবে এতে অপরাধের কিছু নেই বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, যেহেতু স্কুলটিতে বর্তমানে এসএসসি পরীক্ষাকেন্দ্র, তাই বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। শিক্ষার্থীদের পড়া যেন পিছিয়ে না যায়, সে জন্য শ্রেণিকক্ষে পাঠদান করানো হচ্ছে। এতে তো অপরাধের কিছু নেই।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলড্রেস পরিহিত অবস্থায় বিভিন্ন শ্রেণিকক্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চলছে পাঠদান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেত হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরে বেড়াচ্ছেন।
জানতে চাইলে মাইমুনা ইসলাম নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে আসতে বললে তো আসতেই হবে। আমাদের ক্লাস করানো হবে বলে বই-খাতা নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর আমাদের এসএসসি পরীক্ষা, তাই শিক্ষকেরা ক্লাস করানো হবে বলে জানিয়েছেন।’
নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘শিক্ষকেরা ক্লাস করানো হবে জানিয়ে আমাদের বই-খাতা নিয়ে স্কুলে আসতে বলেছেন, তাই আজকে আসছি।’
বিদ্যালয়ের শিক্ষক বশির উদ্দিন বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে। এখানে আমরা চাকরি করি, তাই তাদের নির্দেশনা পালন করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষক বলেন, এবার বই দিতে অনেক বিলম্ব হয়েছে। তাই ছাত্রছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে রয়েছে। এ জন্য আজ ক্লাস করানোর নিয়ম না থাকলেও শিক্ষার্থীদের নিয়ে এসে ক্লাস করানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এমন একটি দিনে ক্লাস করানো ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাসী ও ওমরাসহ ব্যাপক যাত্রী চাহিদা থাকলেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে আরও একটি ফ্লাইট কমে গেছে। চট্টগ্রাম-জেদ্দা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে আর চলছে না। বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপক
৩৫ মিনিট আগেমিথ্যা তথ্য দিয়ে পূর্বাচল আবাসিক প্রকল্পে ১০ কাঠার প্লট নেওয়ার ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ...
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এ প্যানেলের ঘোষণা দেন।
১ ঘণ্টা আগেবাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘন্টা হরতাল চলছে। আজ বুধবার সকালে ফলতিতা মৎস্য আড়ৎ বন্ধ করে দিয়েছে হরতাল সমর্থনকারীরা। এছাড়াও সব দোকান-পাট বন্ধ ও মোড়ে মোড়ে সড়ক অবরোধ করছেন তারা।
১ ঘণ্টা আগে