নারায়ণগঞ্জ প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’
রফিউর রাব্বি বলেন, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে, থানায় মামলা হয় তার ১০-১২ শতাংশ। আবার যেসব মামলা হয়, তাতে ৪-৫ শতাংশের শাস্তি হয়, বাকিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না।
সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্মীয়, জাতিগত, লৈঙ্গিক—সব বৈষম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার, এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, ‘মুরাদনগরের ঘটনা আজ গোটা দেশের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সরকার দেশের মব ভায়োলেন্সকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধীদের উৎসাহিত করছে। প্রতিনিয়ত হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন ও মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটলেও এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’
রফিউর রাব্বি বলেন, দেশে নারী নির্যাতনের যত ঘটনা ঘটে, থানায় মামলা হয় তার ১০-১২ শতাংশ। আবার যেসব মামলা হয়, তাতে ৪-৫ শতাংশের শাস্তি হয়, বাকিরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। এ ক্ষেত্রে জেলার থানাগুলো যথাযথ ভূমিকা পালন করছে না।
সমাবেশে বক্তারা বলেন, মুরাদনগরের ঘটনায় ধর্ষক ও ভিডিও ধারণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সকল মতের, সকল পথের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ধর্মীয়, জাতিগত, লৈঙ্গিক—সব বৈষম্যের বিরুদ্ধে যথাযথ ভূমিকা রাখবে সরকার, এটাই চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।
জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিমল দাস, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আজ দুপুরে লাগা ভয়াবহ আগুনে শত শত টন আমদানি করা পণ্যের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
২২ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে মানুষের তিনটি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়। সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
২৪ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর সাব্বির হোসেন সবুজ (২৫) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যার পর মরদেহ তিন টুকরো করে লুকিয়ে রাখেন সবুজের বাড়ির কাজের লোক আব্দুর হামেদ। আজ শনিবার সকালে ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন এ তথ্য জানান।
৩০ মিনিট আগেঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৪০ মিনিট আগে