Ajker Patrika

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জে কোটি টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ফাইল ছবি
ফাইল ছবি

ডিবি পরিচয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কোম্পানির ম্যানেজারকে অস্ত্রের মুখে জিন্মি করে ১ কোটি ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন ম্যানেজার (ভুক্তভোগী) মো. নাজিম উদ্দিন। তিনি বলেন, তাঁদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে হয়।

জানা গেছে, ‘দিবা এন্টারপ্রাইজ’ নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন এবং গাড়িচালক মামুন শেখ ঢাকার মতিঝিল সিটি ব্যাংক থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ এলাকায় পেছন থেকে একটি সিলভার রঙের এক্সিও ফিল্ডার গাড়ি তাঁদের গাড়ির গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশির নামে তাঁদের আটক করে।

দুর্বৃত্তরা অস্ত্রের মুখে ম্যানেজার ও চালককে জিম্মি করে তাঁদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। শেষে অপরিচিত স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে দুটি ব্যাগে থাকা টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘এটি রহস্যজনক ঘটনা এবং সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় নতুন নির্দেশিকা, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও স্বস্তি

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...