নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার ফারুক মোল্লা নড়াইল সদর উপজেলার দৌলতপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। নির্যাতনের বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে, দুর্বৃত্তরা তাঁকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
অসুস্থ অবস্থায় ভিকটিম নিজ বাড়িতে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য বাঘারপাড়ার ধলগ্রাম বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন বুধবার (২৫ ডিসেম্বর) তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে নিজের ওপর চালানো অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন। এ সময় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফারুক, চঞ্চল, শিমুলসহ কয়েকজনের নাম বলা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ নড়াইলের পোড়াডাঙ্গা গ্রামে আনা হয়। নিহত ওই নারী নেপাল মল্লিকের স্ত্রী এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি ফারুক মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান, জড়িত অন্য আসামিদের আটকে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মোল্লাকে (৫০) আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার ফারুক মোল্লা নড়াইল সদর উপজেলার দৌলতপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য দলবদ্ধ ধর্ষণের শিকার হন। নির্যাতনের বিষয়টি প্রকাশ করে দেওয়ার হুমকি দিলে, দুর্বৃত্তরা তাঁকে বিষপান করিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।
অসুস্থ অবস্থায় ভিকটিম নিজ বাড়িতে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য বাঘারপাড়ার ধলগ্রাম বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে পর দিন বুধবার (২৫ ডিসেম্বর) তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে নিজের ওপর চালানো অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন। এ সময় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফারুক, চঞ্চল, শিমুলসহ কয়েকজনের নাম বলা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁর মরদেহ নড়াইলের পোড়াডাঙ্গা গ্রামে আনা হয়। নিহত ওই নারী নেপাল মল্লিকের স্ত্রী এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, নারী ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি ফারুক মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ অধিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তিনি আরও জানান, জড়িত অন্য আসামিদের আটকে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।
গেটের সামনে ভিড় করছেন কার্গো ভিলেজের কর্মচারীরা। উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলছেন, এখনো ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে আগুন পুরোপুরি নেভেনি। আর পুরো আমদানি কার্গো ভিলেজ পুড়ে ছাই হয়ে গেছে।
২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোররাতে পরিবারের লোকজন বাইরে বের হয়ে মুসার রক্তাক্ত লাশ দেখতে পায়। নিহত ব্যক্তির বুকে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
৫ মিনিট আগেফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে বাচ্চু মোল্লার মার্কেটে এই আগুন লাগে। এতে মুদি, কাপড়, ওষুধ, জুতা, বীজসহ কমপক্ষে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
১৬ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত বামন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ টানা চার মাস জলমগ্ন অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুই প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর পাঠদান মারাত্মকভাবে ব্যা
২০ মিনিট আগে