মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তাঁর লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তাঁর সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানখেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন তিনি। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁর মান্দায় বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা এলাকার গৌরাঙ্গ বিল থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় কৃষকেরা তাঁকে উদ্ধার করেন।
আব্দুল আজিজ মোল্লা তালপাতিলা গ্রামের মৃত সানাউল্লাহ মোল্লার ছেলে। বর্তমানে তিনি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল আজিজ মোল্লাকে হত্যার চেষ্টা করেছিলেন সৎভাই নাসির উদ্দিন মোল্লাসহ তাঁর লোকজন।
চিকিৎসাধীন আব্দুল আজিজ মোল্লা জানান, তাঁর সৎভাই নাসির উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি।
আব্দুল আজিজ বলেন, ‘গতকাল রাতে তালপাতিলা মোড়ের মসজিদে এশার নামাজ পড়ে বের হওয়ার পর মোজাম্মেল হক মুজাম ও ইয়াদ আলী নামের দুই ব্যক্তি গল্প করার কথা বলে আমাকে নিয়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর এগোনোর পর হঠাৎ পেছন থেকে কেউ লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জানতে পারি, আমাকে বস্তায় ভরে মুখ, হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল। সকালে কৃষকেরা আমাকে উদ্ধার করেন।’
তালপাতিলা গ্রামের কৃষক আব্দুর রকিব জানান, সকালে ধানখেতে সার দিতে গিয়ে বস্তার ভেতরে মানুষ দেখে চিৎকার করেন তিনি। পরে অন্যরা এসে আব্দুল আজিজকে উদ্ধার করেন।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৪ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১১ ঘণ্টা আগে