জামালপুর প্রতিনিধি
জামালপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় ব্যারিস্টার সুমন মাঠে নামেননি। প্রথমার্ধে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের পক্ষে গোল করেন ১১ নম্বর জার্সি পরিহিত আক্কাস। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতাসূচক গোল করেন তিনি। ব্যারিস্টার সুমনের গোলে মেতে ওঠেন সমর্থকেরা।
ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত।
ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবলের জন্য জামালপুর বিখ্যাত। এর আগে আমি অনেক স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে অনেক মানুষ সমাগম হতে দেখেছি। জামালপুরে খেলার শখটা দীর্ঘদিনের। আমার সেই শখটা পূরণ করতে সহযোগিতা করেছেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ভাই। আমি যেহেতু এখন সংসদ সদস্য সেই কারণে নিজের এলাকায় থাকতে হয়।
‘কাল রাতে আমি সেখান থেকে ঢাকা এসেছি। এসেই আবার সকাল বেলায় জামালপুরে চলে আসছি। আমি জামালপুরকে হারাতে আসি নাই অথবা আমি জিততে আসি নাই। আমি এসেছি হবিগঞ্জ এবং জামালপুর এই দুই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য। এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল যদি একটু এগিয়ে যায়, তাহলে এই আয়োজনটা সার্থক হবে।’
ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘ফুটবল আমাদের ঐতিহ্য ছিল। যেখানে ভারত অনেক এগিয়ে গেছে। ওরা এখন সারা বিশ্বে প্রতিযোগিতা করে। আর আমরা সাউথ এশিয়ায় টিকতে পারি না, ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু ফুটবল আমাদের প্রথম প্রেম ফুটবল। আমরা আবারও মাঠে ফিরতে চাই।’
জামালপুর পৌরসভার আয়োজনে প্রীতি ম্যাচটি শুরুর আগে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।
জামালপুরে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধের ৩০ মিনিটের খেলায় ব্যারিস্টার সুমন মাঠে নামেননি। প্রথমার্ধে জামালপুর পৌরসভা ফুটবল একাদশের পক্ষে গোল করেন ১১ নম্বর জার্সি পরিহিত আক্কাস। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ব্যারিস্টার সুমন। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতাসূচক গোল করেন তিনি। ব্যারিস্টার সুমনের গোলে মেতে ওঠেন সমর্থকেরা।
ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন সরোয়ার হোসেন শান্ত।
ব্যারিস্টার সুমন বলেন, ‘ফুটবলের জন্য জামালপুর বিখ্যাত। এর আগে আমি অনেক স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে অনেক মানুষ সমাগম হতে দেখেছি। জামালপুরে খেলার শখটা দীর্ঘদিনের। আমার সেই শখটা পূরণ করতে সহযোগিতা করেছেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ভাই। আমি যেহেতু এখন সংসদ সদস্য সেই কারণে নিজের এলাকায় থাকতে হয়।
‘কাল রাতে আমি সেখান থেকে ঢাকা এসেছি। এসেই আবার সকাল বেলায় জামালপুরে চলে আসছি। আমি জামালপুরকে হারাতে আসি নাই অথবা আমি জিততে আসি নাই। আমি এসেছি হবিগঞ্জ এবং জামালপুর এই দুই এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলার জন্য। এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবল যদি একটু এগিয়ে যায়, তাহলে এই আয়োজনটা সার্থক হবে।’
ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘ফুটবল আমাদের ঐতিহ্য ছিল। যেখানে ভারত অনেক এগিয়ে গেছে। ওরা এখন সারা বিশ্বে প্রতিযোগিতা করে। আর আমরা সাউথ এশিয়ায় টিকতে পারি না, ফার্স্ট রাউন্ডেই বাদ পড়ে যাচ্ছি। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু ফুটবল আমাদের প্রথম প্রেম ফুটবল। আমরা আবারও মাঠে ফিরতে চাই।’
জামালপুর পৌরসভার আয়োজনে প্রীতি ম্যাচটি শুরুর আগে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বল্লা নারিকেলতলা মোড় থেকে সেগুনবাগান হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত এক কিলোমিটার সড়কটি নির্মাণ করে। যশোর অঞ্চল গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তার জন্য ব্যয় ধরা হয়েছিল এক কোটি ৪ লাখ ১০ হাজার ৩৫৯ টাকা। গত ৩০ মে রাস্তার কাজ শেষ হয়।
৪৪ মিনিট আগেসব পাসপোর্টেই গত ২৪ জুন সার্বিয়ার ভিসা লাগানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে এসব পাসপোর্ট ব্যবহার করা হচ্ছিল।
১ ঘণ্টা আগেদেয়ালজুড়ে রয়েছে স্যাঁতসেঁতে কালো দাগ, ছাদের একাধিক জায়গা থেকে চুইয়ে পড়ছে পানি। জানালা-দরজা ভাঙাচোরা, অনেক জায়গায় কাঠ নষ্ট হয়ে গেছে। ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, বসার চেয়ারগুলো ভাঙা, মেঝে ফাটল ধরা এবং কোনো ধরনের আলো বা বিদ্যুৎ সংযোগ কার্যকর নেই।
১ ঘণ্টা আগেপানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘অতিবৃষ্টিতে ক্ষতি কমাতে ১৫টি রেগুলেটর স্থাপনের জন্য প্রকল্প নেওয়া হয়েছে। হাইমচরের এই দুটি ব্রিজ ওই প্রকল্পে নেই। তবে নতুন প্রকল্পে যুক্ত করার চেষ্টা করা হবে।’
১ ঘণ্টা আগে