Ajker Patrika

কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৪: ৩৯
কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রলীগের ৪ নেতার পদত্যাগ

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার চার ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন। কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে এবং সারা দেশে বিভিন্ন শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা। 

পদত্যাগকারী নেতারা হলেন ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাইল আহম্মেদ, বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শ্রী স্বপন কুমার, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক আকন্দ এবং সহসভাপতি বাহাদুর আকন্দ। 

গতকাল মঙ্গলবার রাতে পদত্যাগকারীরা নিজ নিজ ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে পোস্ট করেন। 

চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাইল আহম্মেদ এবং বেলগাছা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক শ্রী স্বপন কুমার তাঁদের ফেসবুক আইডির পোস্টে লিখেছেন, ‘আমি চরপুঁটিমারি ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। এই অমানবিক রাজনীতির সঙ্গে আমি আর জড়িত থাকতে চাই না।’ 

সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক আকন্দ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ওমর ফারুক আকন্দ। বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার উপ-আইনবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।’ 

চরগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তোফাইল আহম্মেদ বলেন, ‘কোটা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনকে আমি সমর্থন করি। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়ে সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।’ 

পদত্যাগকারী ওমর ফারুক আকন্দ আজকের পত্রিকাকর বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যোগ দিয়েছিলাম, সেই ছাত্রলীগের সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।’ 

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান বলেন, ‘ছাত্রলীগ নেতাদের পদত্যাগের বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি পদত্যাগের বিষয়ে ফেসবুকে পোস্ট করেন, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। পদত্যাগ করতে হলে কাগজপত্রে আবেদন করতে হবে।’ 

দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘সহসভাপতি বাহাদুর আকন্দ ও উপ-আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুকের পদত্যাগের বিষয়টি তাঁদের ব্যক্তিগত। তাঁদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত