Ajker Patrika

গফরগাঁওয়ে রোলার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে রোলার-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা রোড রোলার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ত্রিমোহনী-পাগলা সড়কের পোড়া দিয়ারটেক মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার বর্মী গাড়াবন গ্রামের নায়েব আলী (৭০), কফিল উদ্দিন (৪০) ও তার ভাই আমির উদ্দিন (৫৫)। আহতরা হলেন, ইজিবাইকের যাত্রী তাজউদ্দীন ও চালক সাইফুল ইসলামসহ আরও তিনজন। তাদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স, শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে গফরগাঁওয়ের পাগলা থানার মশাখালী গ্রামে তাঁরা একটি দাওয়াতে যাচ্ছিলেন। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে পাগলা এলাকার পোড়াদিয়ারটেক মোড়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নায়েব আলী মারা যান। এরপর হাসপাতালে নেওয়ার পথে কফিল উদ্দিন ও আমির উদ্দিন মারা যান। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, রোড রোলার চাপায় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যু হয়েছে। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ইজিবাইক ও রোড রোলার আটক করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত