Ajker Patrika

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
Thumbnail image

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাইজবাগ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তত্ত্বাবধায়ক রেশমা সুলতানা যোথী।

সংশ্লিষ্টরা জানায়, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখায় সুজন মেডিকেল হলের মালিক কায়সার আহম্মেদকে ১০ হাজার এবং জান্নাত মেডিকেল হলের মালিক এনামুল হককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনিবন্ধিত ওষুধ রাখা এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ড্রাগ অ্যাক্ট অনুযায়ী ২ জন ফার্মেসি মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত