শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
আহতেরা হলেন—ঝিনাইগাতী সদর ইউনিয়নের শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিএনজিচালক বিল্লাল হোসেন (৩৭) ও পথচারী ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে তেঁতুলতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হন এর চালকসহ দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি রেসকিউ টিম দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।’
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
আহতেরা হলেন—ঝিনাইগাতী সদর ইউনিয়নের শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিএনজিচালক বিল্লাল হোসেন (৩৭) ও পথচারী ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে তেঁতুলতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হন এর চালকসহ দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।
শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি রেসকিউ টিম দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।’
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৪ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৭ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
২০ মিনিট আগে