Ajker Patrika

ঝিনাইগাতীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ 

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৩২
ঝিনাইগাতীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ 

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত খোরশেদ আলম (৪০) উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন। 

আহতেরা হলেন—ঝিনাইগাতী সদর ইউনিয়নের শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিএনজিচালক বিল্লাল হোসেন (৩৭) ও পথচারী ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক আব্দুল কাদের (৪৫)। 
 
পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী থেকে তেঁতুলতলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী খোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হন এর চালকসহ দুজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। 

শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি রেসকিউ টিম দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।’ 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত