Ajker Patrika

আগে মিলল অটোরিকশা, পরে মিলল চালকের লাশ

নেত্রকোনা, প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে রাস্তার পাশে থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকেলে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়।

নিহত জসিম উদ্দিন (৪৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের মৃত জাফর খানের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পাশের উপজেলা কেন্দুয়ার টেঙ্গুরিয়া গ্রামের শ্বশুর বাড়িতে বাস করছেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

গতকাল শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী বাজারের পাশে একটি অটো দেখতে পায় স্থানীয় লোকজন। অটোরিকশার পাশে কোনো লোকজন না থাকায় স্থানীয়রা তাদের হেফাজতে রেখে মালিকের সন্ধানের জন্য আজ শনিবার সকালে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পোস্ট করেন।

আজ দুপুরে পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। পাশাপাশি ওই অটোরিকশা তার বলে নিশ্চিত করা হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, জসিম উদ্দিন নামের একজন অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত