ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুই ছাত্রীকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনে’র ৭ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. ইসরাত জাহান শেলী।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য গেছে।
হল থেকে বহিষ্কৃত ছাত্রীরা হলেন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। তাঁদের মধ্যে মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সোহা ও রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজাকে জরিমানা করা হয়।
ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে বহিষ্কৃত ওই তিন ছাত্রী হলের ছাদে ডাকেন। কিন্তু তিনি ছাদে যেতে রাজি না হওয়ায় হলের বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।
প্রভোস্ট আরও জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাঁদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া দুই ছাত্রীকে লঘু শাস্তি হিসেবে জরিমানা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘অরডিন্যান্স ফর স্টুডেন্ট ডিসিপ্লিনে’র ৭ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ ড. ইসরাত জাহান শেলী।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য গেছে।
হল থেকে বহিষ্কৃত ছাত্রীরা হলেন কৃষি অনুষদের মারিয়া সুলতানা মীম, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদা। তাঁদের মধ্যে মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া সোহা ও রুশদাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে তাজরিয়ান হাসান তূর্ণা ও শাহারা শারমিন লিজাকে জরিমানা করা হয়।
ইসরাত জাহান শেলী জানান, গত ৩১ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে কৃষি অনুষদের প্রথম বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের উদ্দেশ্যে বহিষ্কৃত ওই তিন ছাত্রী হলের ছাদে ডাকেন। কিন্তু তিনি ছাদে যেতে রাজি না হওয়ায় হলের বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন সকালে লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়।
প্রভোস্ট আরও জানান, আজ শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তাঁদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
হল প্রশাসন জানিয়েছে, শাস্তি শেষ হওয়ার পর বহিষ্কৃত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে ওঠার সুযোগ পাবেন। তবে হল প্রশাসন তাঁদের জন্য আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য থাকবে না।
এবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
৮ মিনিট আগেজনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪৩ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১ ঘণ্টা আগে