গৌরীপুর প্রতিনিধি
উচ্চ আদালত মামলা খারিজ করে দেওয়ায় গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আর বাধা রইল না। গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। মাত্র পাঁচ শতক জায়গার জটিলতায় আটকে ছিল মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।
২০১৭ সালে পৌর শহরের উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদের (বড় মসজিদ) জায়গায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়। স্থানীয় সাংসদ, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সুপারিশ করেন। এ সময় গৌরীপুর মধ্যবাজার এলাকার ব্যবসায়ী হাজি মো. আক্কাছ আলী ভূঁইয়া শহরের বাইরে গৌরীপুর সরকারি কলেজের পাশে দেবোত্তর সম্পত্তিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ময়মনসিংহ জেলা প্রশাসককে এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।
তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস তদন্ত করে আদালতকে জানান, এসএ রেকর্ড অনুযায়ী কলেজের ভূমি দেবোত্তর সম্পত্তি। প্রস্তাবিত জায়গায় একটি মন্দির রয়েছে। এখানে মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক দাঙ্গাসহ অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি স্থানীয় সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী উত্তর বাজারে প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে গেলে আক্কাছ আলী তাঁর ভাই মো. মাহমুদুল হাসান জলিল ভূঁইয়াকে দিয়ে হাইকোর্টে আরও একটি মামলা করান।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু জানান, গত বছরের ডিসেম্বরে গৌরীপুর মডেল মসজিদ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কাজ শুরু করা যায়নি।
উচ্চ আদালত মামলা খারিজ করে দেওয়ায় গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আর বাধা রইল না। গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। মাত্র পাঁচ শতক জায়গার জটিলতায় আটকে ছিল মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।
২০১৭ সালে পৌর শহরের উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদের (বড় মসজিদ) জায়গায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়। স্থানীয় সাংসদ, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সুপারিশ করেন। এ সময় গৌরীপুর মধ্যবাজার এলাকার ব্যবসায়ী হাজি মো. আক্কাছ আলী ভূঁইয়া শহরের বাইরে গৌরীপুর সরকারি কলেজের পাশে দেবোত্তর সম্পত্তিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ময়মনসিংহ জেলা প্রশাসককে এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।
তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস তদন্ত করে আদালতকে জানান, এসএ রেকর্ড অনুযায়ী কলেজের ভূমি দেবোত্তর সম্পত্তি। প্রস্তাবিত জায়গায় একটি মন্দির রয়েছে। এখানে মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক দাঙ্গাসহ অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি স্থানীয় সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী উত্তর বাজারে প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে গেলে আক্কাছ আলী তাঁর ভাই মো. মাহমুদুল হাসান জলিল ভূঁইয়াকে দিয়ে হাইকোর্টে আরও একটি মামলা করান।
ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু জানান, গত বছরের ডিসেম্বরে গৌরীপুর মডেল মসজিদ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কাজ শুরু করা যায়নি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গতকাল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৫ মিনিট আগেপোস্টে বলা হয়, ১৬ জুলাই গোপালগঞ্জ জেলা সদরে এনসিপির পূর্বনির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয়সহ আনুষঙ্গিক অন্যান্য ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে একজন সাবেক বিচারপতির নেতৃত্বে...
১ ঘণ্টা আগেমামলার এজাহার অনুযায়ী, ইউসিবি পিএলসির চট্টগ্রামের পোর্ট শাখা থেকে কোনো যাচাই-বাছাই ছাড়াই ‘ভিশন ট্রেডিং’ একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। শাখাটির তৎকালীন জ্যেষ্ঠ কর্মকর্তা মো. একরাম উল্লাহ ও শাখাপ্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী প্রতিষ্ঠানটির হিসাব...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত আরও ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করেছে।
১ ঘণ্টা আগে