Ajker Patrika

বাধা কাটল মডেল মসজিদ নির্মাণে

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১০: ৫৬
Thumbnail image

উচ্চ আদালত মামলা খারিজ করে দেওয়ায় গৌরীপুর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে আর বাধা রইল না। গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি খারিজ করে দেন। মাত্র পাঁচ শতক জায়গার জটিলতায় আটকে ছিল মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ।

২০১৭ সালে পৌর শহরের উত্তর বাজার বায়তুল আমান জামে মসজিদের (বড় মসজিদ) জায়গায় মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করা হয়। স্থানীয় সাংসদ, প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিরা প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের সুপারিশ করেন। এ সময় গৌরীপুর মধ্যবাজার এলাকার ব্যবসায়ী হাজি মো. আক্কাছ আলী ভূঁইয়া শহরের বাইরে গৌরীপুর সরকারি কলেজের পাশে দেবোত্তর সম্পত্তিতে মডেল মসজিদ নির্মাণের প্রস্তাব করে উচ্চ আদালতে মামলা করেন। আদালত ময়মনসিংহ জেলা প্রশাসককে এক মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন।

তৎকালীন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস তদন্ত করে আদালতকে জানান, এসএ রেকর্ড অনুযায়ী কলেজের ভূমি দেবোত্তর সম্পত্তি। প্রস্তাবিত জায়গায় একটি মন্দির রয়েছে। এখানে মসজিদ নির্মাণ হলে সাম্প্রদায়িক দাঙ্গাসহ অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি স্থানীয় সাংসদ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী উত্তর বাজারে প্রস্তাবিত জায়গায় মডেল মসজিদ নির্মাণের পক্ষে মত দেন। মামলাটি হাইকোর্টে খারিজ হয়ে গেলে আক্কাছ আলী তাঁর ভাই মো. মাহমুদুল হাসান জলিল ভূঁইয়াকে দিয়ে হাইকোর্টে আরও একটি মামলা করান।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান চুন্নু জানান, গত বছরের ডিসেম্বরে গৌরীপুর মডেল মসজিদ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ইতিমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতে মামলা চলমান থাকায় কাজ শুরু করা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত