Ajker Patrika

আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল: মতিয়া চৌধুরী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৩
আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল: মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ মানেই উৎপাদনের দল। আওয়ামী লীগ মানেই উন্নয়নের রাজনীতি। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এলেই দেশে উৎপাদন শুরু হয়। উন্নয়ন হয়।’ 

আজ শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামপুর উচ্চবিদ্যালয় জনতা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরী আরও বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ বুকে ধারণ করতে পারলে বাংলাদেশ উন্নয়নের সারা বিশ্বে রোল মডেল হবে। আওয়ামী লীগের শাসনামলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আর কোনো দল তা করতে পারেনি। কাজেই আওয়ামী লীগই একমাত্র জনগণের দল।’ 

ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে সম্মেলনে বিশেষ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত