Ajker Patrika

নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

ময়মনসিংহ প্রতিনিধি
নিখোঁজ স্কুলছাত্র মারুফ চলে গিয়েছিল বরিশাল

প্রাইভেট পড়তে গিয়ে উধাও হওয়ার দুদিন পর বাসায় ফিরেছে ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ (১৪)। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

শাহ কামাল আকন্দ জানান, গত বৃহস্পতিবার বিকেলে মারুফ ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে লঞ্চে করে বরিশাল চলে গিয়েছিল। এরপর একইভাবে সে শনিবার দুপুরে বাসায় ফিরেও এসেছে। পরে তার বাবা থানায় এসে সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করে নিয়েছেন।

মারুফের বাবা রুহুল আমিন বলেন, ‘মারুফ কীভাবে সেখানে গিয়েছে তা সঠিকভাবে বলতে পারছে না। সে বলেছে, লঞ্চে গিয়ে তার হুঁশ হয়েছে যে, সে লঞ্চে আছে। বরিশাল যাওয়ার পর সেভাবেই আবার ঢাকায় ফিরেছে। তার কাছে টাকা না থাকায় সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত হেঁটে এসেছে বলেও আমাদের জানিয়েছে মারুফ। তারপর ত্রিশাল পর্যন্ত এসে আমাকে কল দেয়, এর আগে আমাকে নাকি কল করতেও মনে ছিল না তার। তারপর আমি তাকে বাসায় নিয়ে আসি।’

রুহুল আমিন আরও বলেন, ‘বাসায় আসার পরও একবার সে অজ্ঞান হয়ে পড়েছিল। মনে হচ্ছে, সে খানিকটা মানসিক সমস্যায় ভুগছে। তাকে আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাব।’

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর নিজ বাসা থেকে সানকিপাড়া এলাকায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয় মারুফ। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি। তাৎক্ষণিক আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে কোতোয়ালি মডেল থানায় জিডি করেন মারুফের বাবা রুহুল আমিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত